১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের পরিবহন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ-এর প্রতিষ্ঠাতা মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১০ মে) দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
হানিফের আগমনের খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন। তিনি বলেন, “স্যার এখনো বিমানবন্দরে আছেন। তাকে স্বাগত জানাতে আমরা সবাই এসেছি।”
বিমানবন্দরে মো. হানিফকে স্বাগত জানাতে উপস্থিত হয় হানিফ এন্টারপ্রাইজের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী। তাদের বহনের জন্য আনা হয়েছিল কোম্পানির নিজস্ব ৩৫টি বাস।
জানা যায়, ২০১০ সালের দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশের বাইরে চলে যান এবং দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন। তবে প্রবাসে থেকেও তিনি হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন।
