মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল শেখ শাইরার। তিনি নিয়মমাফিক চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।

শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একইভাবে বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও সংসদ সদস্য নির্বাচিত হন।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, "যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত উদ্বেগজনক। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এমন পদক্ষেপ রাজনৈতিক পরিসর সংকুচিত করে, যা ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়।"

এ সময় মুখপাত্র বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত "একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনের" ওপরও জোর দেন।

গত ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ঘনিষ্ঠ ও কৌশলগত পর্যায়ে নিয়ে যায়। একাধিক ইস্যুতে ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সরকারের ভূমিকা ছিল সহানুভূতিশীল—এমন অভিযোগ বহুবার উঠেছে। ফলে গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের কূটনৈতিক অস্বস্তি বাড়ে।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার কৌশল অবলম্বন করে আসছিল। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের হাতে দলটির নিবন্ধন স্থগিত হওয়াকে ভারত ভালোভাবে নেয়নি।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকবে।

ভারতের এই মন্তব্যকে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে কিনা—তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। অতীতে ভারত যখন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল, তখন বাংলাদেশ কড়া জবাবও দিয়েছে।

Header Ad
Header Ad

খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে ২৫ ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৯তম গ্রেডে ১ হাজার ৭৯১ জন নিয়োগ দেবে। আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৭ মে।

১. পদের নাম: উপখাদ্য পরিদর্শক
পদসংখ্যা: ৪২৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম: হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা: ৭
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৮. পদের নাম: মেকানিক্যাল ফোরম্যান
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স। অথবা কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট থেকে অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধানসংক্রান্ত কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. পদের নাম: ইলেকট্রিক্যাল ফোরম্যান
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিকস ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স। অথবা কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিকস ট্রেড বিষয়ে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধানসংক্রান্ত কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১০. পদের নাম: সহকারী উপখাদ্য পরিদর্শক
পদসংখ্যা: ৩১৭
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১১. পদের নাম: অপারেটর
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক (পাস) বা সমমানের ডিগ্রিসহ ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১২. পদের নাম: সহকারী ফোরম্যান
পদসংখ্যা: ৪
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস ট্রেডে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১৩. পদের নাম: মিলরাইট
পদসংখ্যা: ৫
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস ট্রেডে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১১
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক ‘খ’ ও ‘গ’ শ্রেণির কারিগরি পারমিট/লাইসেন্স এবং সাধারণ ও বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১৫. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৫০ 
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (হালকা লাইসেন্স) হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪৩৬
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৭. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৭২
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৮. পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৯. পদের নাম: সহকারী অপারেটর
পদসংখ্যা: ৩৬
যোগ্যতা: স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এইচএসসি (এইচএসসি ভোকেশনাল) পাস।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২০. পদের নাম: স্টেভেডর সরদার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এইচএসসি (এইচএসসি ভোকেশনাল) পাস।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২১. পদের নাম: ভেহিকেল মেকানিক
পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। মেকানিক্যাল কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২২. পদের নাম: সহকারী মিলরাইট
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। মেকানিক্যাল কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৩. পদের নাম: মিল অপারেটিভ
পদসংখ্যা: ১২৫
যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। মেকানিক্যাল কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৪. পদের নাম: সাইলো অপারেটিভ
পদসংখ্যা: ১৭৪
যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি (এসএসসি ভোকেশনাল) পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৫. পদের নাম: স্প্রেম্যান
পদসংখ্যা: ২৪
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে এসএসসি বা সমমান পাস।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। খাদ্য অধিদপ্তরের ৩১ আগস্ট ২০২৩ তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০৫.২২.৮০২ নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৭ মে ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা এবং মৃত শামসুল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে খড়ি সংগ্রহের উদ্দেশে আলমগীর আদমকুড়ি মাঠে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি স্বাভাবিক মৃত্যু না কি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে যা জানালেন অর্থ উপদেষ্টা
বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে আশ্রয় নিলেন মমতাজ
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার
ব্রাজিল কোচ হিসেবে বছরে ১২১ কোটি টাকা বেতন, প্রাইভেট জেট পাচ্ছেন আনচেলত্তি
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ
যশোরের শার্শায় ৩০ মামলার আসামি আইনাল গ্রেফতার
রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড
সাবিলা নূরকে নায়িকা মনে হয় না: মারিয়া মিম
জুলাইয়ে বাংলাদেশে হত‍্যাযজ্ঞ হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর (ভিডিও)
৭ দিনের নোটিশে চাকরি হারাবেন সরকারি চাকুরেরা, আসছে সংশোধিত আইন
সাবেক এমপি মমতাজ বেগম ৪ দিনের রিমান্ডে
ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০
ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহতের কথা জানালো পাকিস্তান
সৌদি আরবের মাটিতে ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান