রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন
২৪ এপ্রিল ২০২৩, ০৭:৩১ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩, ০৭:৩১ পিএম
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
-
বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ নেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান।
-
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন।
-
অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণের পরপরই কার্যভার গ্রহণ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হবে।
-
গত ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।