শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নজরুল আমাদের প্রতিবাদের জন্য উদ্বুদ্ধ করছেন : রিজভী

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবের গান, বিদ্রোহর গান আমাদের প্রাণিত করেছে- আজও উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ প্রতিবাদের জন্য নজরুল আমাদের উদ্বুদ্ধ করছেন।

শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘যে প্রতিবাদের ভাষায় কাজী নজরুল ইসলাম শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন। সেই প্রতিবাদের ভাষা আমরা রপ্ত করে আমরা গণতন্ত্র ফেরানো, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে লড়াই আমরা অব্যাহত রাখছি।’

জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা যখন কারাগারে যাই, যখন আমাদের বিচার হয়। তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদের সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিলো বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তার কবিতা, গান এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করছে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে আজকের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ করতে, এগিয়ে যেতে। যতদিন নজরুল নির্বাক হননি, ততদিন তিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করে নিপীড়িত মানুষের পক্ষে লিখে গেছেন।’

Header Ad
Header Ad

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধে করার জন্য যেভাবে এনসিপি এখন মাঠে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়। সকল রাজনৈতিক দল সরকার জনগণের ঐক্য দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ সরকার এখনো গ্রহণ করেনি।

আযম খান বলেন, জাতীয় ঐক্যের জন্য সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোলটেবিল বৈঠক করবে মতামতের জন্য সে আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এখনও চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।

শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নব-নিযুক্ত শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।

অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতে তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরুব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক নির্দেশনা দিবেন।

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে বিএনপি এই নেতা বলেন, পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সকলেই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে। পাক-ভারত উভয় দেশ সংযমের পরিচয় দিক। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক এটাই আশা করি। ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে এই আগ্রাসী ভূমিকা থেকে পিছু হটা অত্যন্ত জরুরি এবং এই উপমহাদেশের শান্তি জরুরি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির খান ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ প্রমুখ।

Header Ad
Header Ad

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ফাইল ছবি

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনদাবি ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠকে ঠিক কোন ইস্যু নিয়ে আলোচনা হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, ছাত্রলীগ নিষিদ্ধকরণ এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে জনঅসন্তোষ ইত্যাদি বিষয়গুলো এ বৈঠকে প্রাধান্য পেতে পারে।

এদিকে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়ছে সেগুলো হলো: বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডসহ পার্শ্ববর্তী এলাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

অন্যদিকে, শুক্রবার (৯ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া ছাত্রলীগকে ইতোমধ্যে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে জনমনে তৈরি হওয়া ক্ষোভ সম্পর্কেও সরকার সচেতন বলে জানানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার।

Header Ad
Header Ad

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন। ছবি: ঢাকাপ্রকাশ

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদ্‌যাপিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫। শনিবার (১০ মে) দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাম মর্তুজা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি নুর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত পরিবেশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
শাহবাগ ছাড়া অন্য কোথাও ‘ব্লকেড’ দিবেন না: হাসনাত আবদুল্লাহ
চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা
ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, পড়েছে নিজেদের রাজ্যেই
শাহবাগে বিক্ষোভে উত্তাল জনতা, খালেদা জিয়ার উপস্থিতি চায় ইনকিলাব মঞ্চ
১৭ বছর পর দেশে ফিরে মসজিদে জুমার নামাজ পড়লেন জোবাইদা রহমান
ভারতে ইউটিউবে বন্ধ যমুনা-বাংলাভিশনসহ ৪ বাংলাদেশি টিভি চ্যানেল
আটকের পরও যে ফোনে ছেড়ে দেওয়া হয় আবদুল হামিদকে