রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বন্দরে ভিড়ছে তেলের ট্যাংকার, বাজারে কমছে না অস্থিরতা

চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেল আমদানিতে হেরফের হয়নি। কিন্তু বাজারে বাড়ছে দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে ভোজ্য তেলের দামে সৃষ্ট উত্তাপ কমার কোনো লক্ষণ নেই। একদিন দাম কমলে আরেকদিন বাড়ে। এতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা।

বুধবার (১৬ মার্চ) ও বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ভোজ্য তেলের দাম খুব বেশি কমেনি। খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকা থেকে ১৮০ টাকা। আবার সরিষার তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৩২০ টাকা করে। দেশের বিভিন্ন স্থানে মজুদ করে রাখা ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিদপ্তরসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ক্রেতারা মনে করছেন, সিন্ডিকেটের কারসাজির কারণে গুজব ছড়িয়েও দাম বাড়ানো হচ্ছে। বাজারে পর্যাপ্ত মজুদ আছে ভোজ্য তেল। দেশের পরিশোধিত ও অপরিশোধিত আকারে দুইভাবে ভোজ্য তেল আমদানি হয়। পরিশোধিত ভোজ্য তেল বোতলজাত করে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। অপরিশোধিত ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের নিজস্ব পরিশোধনাগারে পরিশোধন করা হয়। এরপর মিল গেট থেকে খুচরা আর পাইকারি পর্যায়ে সরবরাহ করা হয়।

চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্যে জানা যায়, নিয়মিতভাবে ভোজ্য তেল আমদানি হচ্ছে। এরই মধ্যে বন্দরে ২৯ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে দুটি জাহাজে করে। আরেকটি জাহাজ ভিড়বে শনিবার (১৯ মার্চ)। এই জাহাজে ৪৩ হাজার টন সয়াবিন তেল আছে। জাহাজটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

বন্দর সূত্র জানায়, গত ১১ মার্চ ‘এমটি লুকাস’ নামে একটি অয়েল ট্যাংকার যোগে আমদানি হয়েছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। সেখানে টিকে গ্রুপের শবনম ভেজিটেবলের ৪ হাজার টন, সুপার অয়েল রিফাইনারির ৮ হাজার টন সয়াবিন তেল আছে। পরদিন ১২ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছে ‘এমটি প্যাসিফিক রুবি’ নামে আরেকটি ট্যাংকার। এই ট্যাংকারে আছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেলের মধ্যে মেঘনা গ্রুপের মেঘনা এডিবল অয়েল রিফাইনারির আছে ৭ হাজার টন, সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন। ১৯ মার্চ আরেকটি জাহাজ অপরিশোধিত ভোজ্য তেল নিয়ে ভিড়বে চট্টগ্রাম বন্দরে। এই ট্যাংকারে ৪২ হাজার টন সয়াবিন তেল আছে।

এমটি লুকাস ট্যাংকারের শিপিং অ্যাজেন্ট মোহাম্মদী ট্রেডিং করপোরেশন। প্রতিষ্ঠানের ম্যানেজার (অপারেশনস) আরিফুর রহমান বৃহস্পতিবার ঢাকাপ্রকাশকে বলেন, ট্যাংকারটি এসেছে আর্জেন্টিনা থেকে। সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি থেকে অপরিশোধিত ভোজ্য তেল খালাস শুরু করতে ৩ থেকে ৪ দিন লাগবে। মোট ২৮ দিন লেগেছে জাহাজটি আর্জেন্টিনার বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছতে। কাস্টমসের কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই ভোজ্য তেল খালাস শুরু হবে।

চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্টরা জানান, ভোজ্য তেলের জাহাজগুলোর ড্রাফট বেশি থাকে। বেশিরভাগ ট্যাংকারের ড্রাফট ১০ মিটারের বেশি। চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ানো যায় ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ। বন্দর বহির্নোঙরে জাহাজ থেকে ছোট লাইটার ট্যাংকারে করে কিছু ভোজ্য তেল খালাস করে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকে ভর্তি করা হয়। এরপর ট্যাংকারের ড্রাফট ৯ মিটারে নেমে এলে বহির্নোঙর থেকে জেটিতে ভেড়ানো হয়। আবার অনেক সময় বন্দর বহির্নোঙরে থাকা অবস্থায় ছোট লাইটার ট্যাংকারে করে সব ভোজ্য তেল খালাস করা হয়। বহির্নোঙরে খালাস শেষ হয়ে গেলে জেটিতে ভেড়ানোর প্রয়োজন পড়ে না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ভোজ্য তেলের জাহাজ আগের মতো নিয়মিত ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। বহির্নোঙরে এরই মধ্যে ভিড়েছে ভোজ্য তেলবাহী জাহাজ। আরও অন্তত একটি জাহাজ ভিড়তে পারে শনিবার কিংবা রবিবার।

বৃহস্পতিবার সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্য তেলের দাম নিয়ে ক্রেতাদের প্রচণ্ড ক্ষোভ। আর বিক্রেতারা বলছেন, তাদের কাছে ভোজ্য তেলের মজুদ আছে কম। দ্রুত ফুরিয়ে আসছে। পাইকারদের কাছ থেকে সরবরাহ মিলছে না।

বহদ্দারহাট কাঁচাবাজারের ব্যবসায়ী আবু সিদ্দিক বলেন, দামের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসেনি। বরং ভোজ্য তেলের দাম আরও বাড়তির দিকে। সরিষার তেলের দাম প্রতি লিটার ৩২০ টাকা ছাড়িয়েছে। আমরা সরবরাহ কম পাচ্ছি তাই ক্রেতাদের কাছ থেকে অনিচ্ছা সত্ত্বেও দাম বেশি রাখছি।

বহদ্দারহাট কাঁচাবাজারে বৃহস্পতিবার বিকালে বাজার করতে আসেন ব্যাংকার আবু তৈয়ব। তিনি বলেন, ভোজ্য তেলতো কেনাই কঠিন। যে হারে দাম বেড়েছে তাতে তেল ছাড়া রান্না করার বিকল্প নেই। সরকার বিভিন্ন স্থানে তেলের মজুদদারির বিরুদ্ধে অভিযান চালিয়েছে শুনেছি। কিন্তু বাজারে তেমন কোনো প্রভাব পড়ছে না। উল্টো আরও বাড়ছে। যেন দেখার কেউ নেই।

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এস এম নাজের হোসেন বৃহস্পতিবার ঢাকাপ্রকাশ-কে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা বলে প্রথম দফায় ভোজ্য তেলের দাম বাড়ানো হয়। অথচ এই যুদ্ধের সঙ্গে ভোজ্য তেলের আমদানি ও দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। মূলত সিন্ডিকেট করেই দাম বাড়াচ্ছে এক শ্রেণির বড় ব্যবসায়ী শিল্প গ্রুপ।

খাতুনগঞ্জের ভোজ্য তেলের পাইকার ব্যবসায়ী মেসার্স আল আমিন স্টোরের মালিক মোহাম্মদ শাহ জালাল বৃহস্পতিবার ঢাকাপ্রকাশ-কে বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করায় ভোজ্য তেলের দাম কমবে। কিন্তু এখনই কমবে না। সাধারণ ভোক্তারা কম দামে কিনতে পারবে আরও পরে। তবে ভোজ্য তেলের মজুদ পর্যাপ্ত আছে বলে আমি মনে করি।

টিটি/

Header Ad

আবারও বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আবারও পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা-৫(৬) অনুযায়ী, আগামী ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে চুক্তির আলোকে নির্ধারিত হবে।

গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

সারসংক্ষেপে বলা হয়েছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বয়স আগামী ১৬ মে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন হবে। অর্থাৎ তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হতে ৪ বছরের বেশি সময় বাকি আছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগের যোগ্য। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী, আগামী ১৭ মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য আরও একটি মেয়াদে বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।
৪ এপ্রিল প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ অর্থ মন্ত্রণালয় শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করল।

কোরবানির জন্য গরু আমদানি করবে না সরকার

ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুর রহমান। কারণ, দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু লালন-পালন করছেন খামারিরা। তবে কোনো গোষ্ঠী যাতে কোরবানিযোগ্য পশুর দাম নিয়ে কারসাজি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে সরকার।

রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, যাতে আমাদের গবাদিপশুর বাজার স্থিতিশীল থাকে। পশু যাতে আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিয়ে খামারিদের সঙ্গে কথা হয়েছে।’

‘তাদের আশ্বস্ত করেছি, তারাও আমাদের আশ্বস্ত করেছেন—এ বছর গবাদিপশু আমদানি করার প্রয়োজন নেই। আমাদের দেশীয় উৎপাদিত যে গবাদিপশু খামারিরা লালন-পালন করেন, সেটাই যথেষ্ট। প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা ঠিক আছে।’

তিনি বলেন, ‘আগামী কোরবানির ঈদে বাজার যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা আগামী কোরবানির ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারব। সেই আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে থাকবে, সেটাই প্রত্যাশা করছি।’

‘গতবারের তালিকার চেয়ে আমাদের তিন লাখ বাড়তি সরবরাহ আছে। গত বছর আমাদের ১ কোটি ২৫ লাখ গবাদিপশু বাজারে ছিল। কিন্তু অবিক্রীত ছিল ১৯ লাখ। সেই তুলনায় এবার ১ কোটি ৩০ লাখের বেশি পশুর সরবরাহের আয়োজন রাখা হয়েছে,’ যোগ করেন মন্ত্রী।

চাঁদাবাজির কারণে পশুর দাম অনেক বেড়ে যায়, এটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওই সময়ে এক বিশেষ শ্রেণির মানুষ বিশেষ সুযোগ নেয়। যে কারণে অনেক সময় পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। তবে কোরবানির আগে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ঠিক করব, কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।’

এ বছর পশু আমদানির কোনো সিদ্ধান্ত সরকারের নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যদি কেউ চোখ ফাঁকি দিয়ে আনতে চায়, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সীমান্তে কঠোর ব্যবস্থা নেবে।’

আবু ধাবিতে উদ্বোধন হচ্ছে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গির্জা

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে উদ্বোধন হতে যাচ্ছে দ্য চার্চ অব সাউথ ইন্ডিয়া (সিএসআই)। স্থানীয় সময় আজ রোববার (২৮ এপ্রিল) বিকেলে উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ১ কোটি ১০ লাখ দিরহাম ব্যয়ে তৈরি এই গির্জার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ কোটি টাকা। খবর খালিজ টাইমসের।

নতুন গির্জা ভবনে এক সংবাদ সম্মেলনে বিশপ চেরিয়ান বলেন, প্রবাসী সম্প্রদায়কে তাদের ধর্ম ও বিশ্বাস পালনে স্বাধীনতা প্রদান এবং উপাসনালয় নির্মাণের জন্য জমি ও অনুমোদন প্রদানের জন্য আমরা সংযুক্ত আরব আমিরাতের দানশীল শাসকদের ধন্যবাদ জানাই। আবু মুরেখা এলাকায় অবস্থিত গির্জাটি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপহার দেওয়া ৪ দশমিক ৩৭ একর জমিতে নির্মিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা বিএপিএস হিন্দু মন্দিরের বিপরীতে নির্মাণ করা হয়েছে এই গির্জাটি। মুসলিম এলাকায় অবস্থিত এই গির্জার বিপরীতে তাকালে দেখা যায় হিন্দুদের মন্দির। এই বৈচিত্রের কারণে আল মুরেখা এলাকাটিকে এখন সাংস্কৃতিক জেলা নাম দেওয়া হয়েছে।

বিশপ চেরিয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতের মূল্যবোধ, সহনশীলতা, এবং ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে এই উদ্যোগ। এই বিষয়টি চমৎকার এবং মানবতার জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা।

ভবনটির উচ্চতা দেবদূতদের ডানার প্রতিনিধিত্ব করে। মেটে রঙের এই ভবনটি ডিজাইন করেছেন কিংবদন্তি মিশরীয় স্থপতি মাহের লামি।

১২ হাজার বর্গফুট আয়তনের গির্জা কমপ্লেক্সের ভেতরে ৮৮০ জনের বেশি উপাসকদের থাকার ব্যবস্থা করা যাবে। মূল প্রার্থনাকক্ষটিতে ৬০০ উপাসকের বসার ব্যবস্থা রয়েছে। আরও ১৫০ জন বসতে পারবেন বারান্দায়। এছাড়া ১০০ জনের থাকার জন্য একটি 'বেথেল' কমন হল এবং বাবা-মাসহ ৩৫ জন লোকের ধারণক্ষমতাসহ শিশুদের জন্য নির্ধারিত এলাকা রয়েছে এই গির্জায়।

আগামী ৫ মে থেকে প্রতি রবিবার সকাল সাড়ে ৯টায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। এটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং সব দিন খোলা থাকবে।

 

সর্বশেষ সংবাদ

আবারও বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত
কোরবানির জন্য গরু আমদানি করবে না সরকার
আবু ধাবিতে উদ্বোধন হচ্ছে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গির্জা
পাপ লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার : রিজভী
রিকশাচালকদের মাঝে ডিএনসিসির ৩৩ হাজার ছাতা বিতরণ
নির্বাচনী গণসংযোগে গিয়ে হিটস্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
ইরাকের টিকটক তারকাকে গুলি করে হত্যা
তীব্র গরমে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড
গোবিন্দগঞ্জে চোরাবালিতে আটকে পড়া কিশোরকে উদ্ধার
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে নাচানাচি, ভিডিও ভাইরাল
টাঙ্গাইলে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকে নারীর মৃত্যু
৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব, কে এই আর্জেন্টাইন নারী?
গোবিন্দগঞ্জে দুই বন্ধুকে সাথে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
হজের প্রথম ফ্লাইট ৯ মে
স্বর্ণের দাম আরও কমলো