রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

কুমিল্লায় সাংবাদিক হত্যা: গ্রেপ্তার ৪ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামির প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে আসামিদের কুমিল্লা জেলা জজ আদালতে উপস্থিতিতে এ রিমান্ড আবেদন করা হয়।

তবে আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো আদেশ না দিয়ে আসামিদের কুমিল্লা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক শারমিন রিমা।

শুক্রবার রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার চার আসামিকে আমরা শুক্রবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করি। পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেবেন আদালত। তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এজাহার নামীয় ও দু’জন অজ্ঞাতনামা আসামি।

গ্রেপ্তারকৃত এজহারভুক্ত আসামিরা হলেন- মো. ফরহাদ মৃধা মনির (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। জড়িত সন্দেহভাজন আরো দু’জন হলেন- নুরু মিয়া ও সুজন।

তদন্ত কর্মকর্তা আরো জানান, মামলা আসামিরা এবং হত্যাকাণ্ডের শিকার মহিউদ্দিন পূর্ব পরিচিত ছিল। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি।

এদিকে, শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয় গ্রেপ্তার ৪ আসামিকে।

এ সময় এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পুলিশের অভিযানে এজহারভুক্ত মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন ও মো. পলাশ মিয়া এবং সন্দেহভাজন ও হত্যাকাণ্ডে সহযোগী নুরু মিয়া এবং সুজনদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ২ ও ৩ নং আসামির (মনির ও পলাশ) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত মনির ও পলাশ ১নং আসামি রাজুর সঙ্গে যোগসাজশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে নিয়ে যায় এবং হত্যাকাণ্ড শেষে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। তদন্তে প্রাপ্ত আসামি নুরু ও সুজন ঘটনাস্থলে ভিকটিমকে হত্যাকাণ্ডে সহযোগিতা করে আসামিদের পালাতে সুযোগ করে দেয়।

এদিকে, গত বৃহস্পতিবার রাতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে ও একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজুকে (২৪)।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের মানববন্ধন: 

এদিকে, সাংবাদিক হত্যাকাণ্ডে প্রধান আসামি রাজুসহ জড়িত অন্যতের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

শুক্রবার সকালে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম, বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাব মানববন্ধন করে।
এ ছাড়া দুপুরে কুমিল্লা কন্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির একটি ইউনিট।

এমএসপি

Header Ad

বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার ছয়টি দেশ- সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস এবং শ্রীলংকায় ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শনিবার (২৭ এপ্রিল) ভারতীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভারত সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ নিশ্চিতের জন্য রপ্তানি বন্ধ ছিল বেশ কয়েক সপ্তাহ। তবে এখন আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত সরকার।

ভারতীয় এজেন্সি ন্যাশনাল কো-অপারেশন এক্সপোর্টস লিমিটেডকে (এনসিইএল) এই পেঁয়াজ রপ্তানির দায়িত্ব দেওয়া হয়েছে। শতভাগ আগাম মূল্য পরিশোধ এবং আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে, এই ৬ দেশে এনসিইএল পেঁয়াজ রপ্তানি করবে বলে জানা যায়।

যেসব দেশ পেঁয়াজ কিনছে সেখানকার দাম, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দাম বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে দর নির্ধারণ করে থাকে এনসিইএল। আর যে দেশগুলোতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, সেখানকার চাহিদা অনুযায়ী কোটা বরাদ্দ করা হবে বলে গণমাধ্যমে জানানো হয়। এছাড়া ২ হাজার টন সাদা পেঁয়াজ রপ্তানিরও অনুমোদন দিয়েছে ভারত সরকার।

এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য

ছবি:সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজটি। সেখানে পণ্য লোড করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য দিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

তিনি জানিয়েছেন, আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে শনিবার রাতে জাহাজটি মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। সেখান থেকে নতুন পণ্য নিয়ে তারপর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে এমভি আবদুল্লাহ।

কবে নাগাদ মুক্ত ২৩ নাবিক দেশে ফিরবেন- এ প্রশ্নের জবাবে মেহেরুল করিম বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ২৩ নাবিকসহ জাহাজটি চট্টগ্রামে নোঙর করবে বলে আশা করছি।

নতুন বন্দর থেকে পণ্য লোড করার পর নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতও।

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বাফেরোতে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে; এমন সংবাদ পেয়ে শনিবার দুপুরের দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
ইরাকের টিকটক তারকাকে গুলি করে হত্যা
তীব্র গরমে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড
গোবিন্দগঞ্জে চোরাবালিতে আটকে পড়া কিশোরকে উদ্ধার
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে নাচানাচি, ভিডিও ভাইরাল
টাঙ্গাইলে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকে নারীর মৃত্যু
৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব, কে এই আর্জেন্টাইন নারী?
গোবিন্দগঞ্জে দুই বন্ধুকে সাথে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
হজের প্রথম ফ্লাইট ৯ মে
স্বর্ণের দাম আরও কমলো
আজও দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
মস্কো চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
বনানীতে সড়কের মাঝে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
টাঙ্গাইলে ইসতিসকার নামাজ শেষে মুসল্লিদের অঝোরে কান্না
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তিন বিদেশি শক্তি: জিএম কাদের
উন্নয়নের ভেলকিবাজিতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
চিফ হিট অফিসার একটি টাকাও বেতন নেন না: মেয়র আতিক