মহেশপুর সীমান্তে ১০ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপির গোপালপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিরি অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নতুন বাজার গ্রামের মৃত রমজান আলীর ছেলে সোহাগ (৩২) একই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯), ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা গ্রামের আবেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৮), শরিয়তপুর জেলার পালং থানার গাজীপুর গ্রামের নির্মল এর ছেলে তুহিন (৩৩), নড়াইল জেলার কালিয়া থানার সিতারামপুর গ্রামের লিয়াকত মোল্লার মেয়ে মোছা. মাবিয়া (২৫)সহ ১০ জন।
আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি সূত্রে জানা গেছে। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
/এএন
