মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

'ভালো থেকো, আমি আর পারছি না' স্ট্যাটাস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

অপর্ণা বসাক। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপর্ণা বসাক (৩০) নামে এক নারী চিকিৎসক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরের দিকে আত্মহত্যার আগে ওই চিকিৎসক অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‘ভালো থাকো। আমি আর পারছি না। হয়তো সবার মতে হেরে গেলাম। মুক্তি দিয়ে গেলাম।’ স্ট্যাটাসটি তিনি এক ব্যক্তিকে ট্যাগ করেছেন।

জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রয়াত রতন বসাক ও জ্যোৎস্না বসাক দম্পতির মেয়ে চিকিৎসক অপর্ণা বসাক। দুই মাস আগে মা জ্যোৎস্না বসাককে নিয়ে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় বাসা ভাড়া নেন তিনি। তিনি নগরীর প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে কর্মরত ছিলেন। বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন অপর্ণা।

অপর্ণা বসাকের মা জ্যোৎস্না বসাক আহাজারি করে বলেন, সোমবার রাত ১০টার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন অপর্ণা। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অপর্ণার ফেসবুক স্ট্যাটাস দেখে এক আত্মীয় অপর্ণার খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে আগুন নিভিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ঘর থেকে পোড়া গন্ধ পেয়ে লোকজনকে ডাকি। কী কারণে মেয়ে এমন করল, বুঝতে পারছি না।

এই বিষয়ে প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের স্বাত্ত্বাধিকারি মশিউর আলম চন্দন বলেন, অপর্ণা বসাক প্রায় এক বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিল। শুনেছি আজ ভোরে সে নগরীর পন্ডিতপাড়া এলাকার বাসায় আত্মহত্যা করেছে। তবে কেন বা কি কারণে এই ঘটনা ঘটেছে, আমার জানা নেই।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে প্রেমের কারণে আত্মহত্যার করেছেন বলে মনে হচ্ছে। তবে পরিবার প্রেমের বিষয় নিয়ে কিছু বলছে না। ফেসবুকের স্ট্যাটাসে যে ব্যক্তিকে ট্যাগ দেওয়া হয়েছে, তাকে খুঁজতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

নিহত রাব্বি। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে আরও দুই বন্ধু। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী রাব্বি, ইফাদ ও জাহিদ মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তারা আহত হন।

এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন এবং আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে কাজীপাড়া এলাকায় একজনের মৃত্যু হয় এবং অপর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে সোমবার (৫ মে) দিবাগত রাত ১২টার পর কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সি বাড়িতে।

হামলার সময় মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারের ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, এলডিপি-সমর্থিত প্রায় ৭০-৮০ জন দুর্বৃত্ত এই হামলায় জড়িত।

হামলার পরপরই ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও যৌথ বাহিনী এসে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তারা হলেন—রনি (১৮), রহিম (৪০), মোখলেছুর রহমান (৬৫) ও আব্দুল করিম (৪০)।

আলাউদ্দিন মুন্সি জানান, “এক বছর আগে কামাল নামে এক শ্রমিককে খামার থেকে বিদায় দেওয়া হয়েছিল। সে হঠাৎ করে ৫ লাখ টাকা পাওনার দাবি তোলে। আলোচনা চলার মাঝেই রাত ১২টার পর হঠাৎ করে অতর্কিত হামলা চালানো হয়।”

তার স্ত্রী পারভীন বেগম বলেন, “চারটি আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় দুর্বৃত্তরা। ঘরের টিভি, এসি, ফ্রিজ, সিসি ক্যামেরা, আসবাবপত্র কিছুই রাখেনি। শিশুরা ভয়ে খাটের নিচে লুকায়, কেউ কেউ জ্ঞান হারায়।”

অভিযুক্ত কামাল দাবি করেন, “আওয়ামী লীগের মদদে আলাউদ্দিন ও নাছির উদ্দিন সাধারণ মানুষকে মারধর করত, এমনকি সরকারি রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এলাকাবাসীর ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটে।”

চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার বলেন, “ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। প্রমাণ মিললে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত ৫ এপ্রিল সাবেক মন্ত্রীর নিজ গ্রাম চৌদ্দগ্রামের বসুয়ারা বাড়িতেও হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর মুজিবুল হক মীরাখোলা গ্রামের হনুফা আক্তারকে বিয়ে করেন। সরকার পরিবর্তনের পর তিনি স্ত্রী-সন্তানসহ আত্মগোপনে রয়েছেন।

Header Ad
Header Ad

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র

ছেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ার কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে এবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ১৪ বছর বয়সী এই ফুটবলপ্রতিভা।

আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে জুনিয়রের। এর আগেই দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাওয়া তাকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। ফুটবলবিশ্ব দেখছে, আরেক ‘রোনালদো’ ধীরে ধীরে গড়ে উঠছে।

ছেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো জুনিয়র রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল দিয়ে ফুটবলে হাতেখড়ি নেন। এরপর বাবার সঙ্গে জুভেন্টাসে যাওয়ার পর সেখানে আলো ছড়াতে শুরু করেন। ম্যানচেস্টার ইউনাইটেড পর্ব শেষে বর্তমানে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে খেলছেন এবং জুনিয়রও এখন আল নাসরের যুব একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। সেখানেও সে নজরকাড়া পারফরম্যান্স করেছে, যার পুরস্কার হিসেবেই পেল জাতীয় দলের প্রথম ডাক।

জুনিয়রের রয়েছে পাঁচটি দেশের হয়ে খেলার যোগ্যতা—পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দে। তবে বাবার পদাঙ্ক অনুসরণ করে আপাতত পর্তুগালের পথেই হাঁটছে সে। উল্লেখযোগ্যভাবে, জুনিয়র রোনালদোর বর্তমান সঙ্গী জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয়, ফলে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ তার নেই।

এদিকে ছেলের এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো নিজে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।” এর আগেও রোনালদো বলেছিলেন, একদিন ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্ন দেখেন তিনি, “আমি স্বপ্নে ঘুম হারাচ্ছি না, তবে যদি একসঙ্গে খেলতে পারি, সেটা হবে দারুণ এক মুহূর্ত।”

সাবেক ও বর্তমান রোনালদোর মাঝে এই সম্পর্ক শুধু রক্তের নয়, এখন ফুটবলীয় উত্তরাধিকারেও। জুনিয়রের সামনে এখন উন্মুক্ত সম্ভাবনার দরজা, আর সময়ই বলে দেবে—সে ঠিক কতটা পা রাখতে পারবে বাবার কিংবদন্তির পথে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪
পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো
মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা (ভিডিও)
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬
দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ আটক, জুতার মালা পরানোর চেষ্টা
গাজায় গণহত্যা চললে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন: হামাস
শিশু আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৭১-এর পর প্রথমবার ভারতের রাজ্যজুড়ে যুদ্ধ প্রস্তুতির মহড়া