সুরভী-৯ লঞ্চের স্টাফদের বিরুদ্ধে থানায় অভিযোগ

এমভি সুরভী-৯ লঞ্চের স্টাফদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও লঞ্চের যাত্রীদের ওপর হামলার ঘটনায় এ অভিযোগ দায়ের করা হলো।
রবিবার সন্ধ্যায় সুরভী-৯ লঞ্চের ম্যানেজার মো. মিজানসহ অন্য স্টাফের বিরুদ্ধে কোতোয়ালী থানায় এ দুটি অভিযোগ করা হয়। একটি মামলা দায়ের করেছের চ্যানেল টোয়েন্টিফোরের চিত্র সাংবাদিক রুহুল আমীন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক মৃদুল ইসলাম দেওয়ান মোহন। অপর মামলাটি করেছে বিআইডব্লিউটিএ।
হামলায় আহত চ্যানেল টুয়েন্টিফোরের বরিশাল অফিসের ভিডিওগ্রাফার রুহুল আমিন ও মোহন বলেন, ‘এ ঘটনায় আমরা সুষ্ঠু বিচারের দাবিতে লঞ্চের ম্যানেজার মো. মিজানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।’
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যাক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য লঞ্চের ম্যানেজারসহ অন্য স্টাফের বিরুদ্ধে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’
/এএন
