প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

২৫ মে ২০২৩, ১২:২৫ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ০৯:১২ পিএম


প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান।

প্রসঙ্গত, গত ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চাঁদ। এরপর বিভিন্ন জেলা থেকে চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এসআইএইচ


বিভাগ : সারাদেশ