ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!

নাগরিক পার্টির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে ডিসি পরিবর্তন করতে তদবিরের অভিযোগ উঠেছে । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ দাবি করেন।
জুলকারনাইন সায়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রেলভবনে, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এর একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ফোনে বলছেন, আপনি করেন, আমি তিনটা নাম দিলাম ঐটা করেন, এখন ডিসি'টা তো করা যাচ্ছেনা। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছিনা, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’
রেলভবনে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এর একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে তার পাশের চেয়ারে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সিনথিয়া জাহিন আয়েশা।
ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।
ডিসি পরিবর্তনের তদবিরের বিষয়টি নিয়ে ঢাকাপ্রকাশ থেকে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন নাহিদ উদ্দিন তারেক। তিনি বলেন, ‘আমি মূলত গিয়েছিলাম আমার এলাকা হবিগঞ্জের রেলওয়ে সংস্কার কাজের বিষয়ে কথা বলতে। এছাড়া রেড ক্রিসেন্টের কমিটির বিষয়ে মূলত কথা বলেছিলাম ফোনে। রুমে বসা কেও একজন আমার কথার আংশিক অংশ ভিডিও করে ছড়িয়ে দেয়।’
