রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!

নাগরিক পার্টির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে ডিসি পরিবর্তন করতে তদবিরের অভিযোগ উঠেছে । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন। 

আজ বৃহস্পতিবার (১৫মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ দাবি করেন। 

জুলকারনাইন সায়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রেলভবনে, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এর একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ফোনে বলছেন, আপনি করেন, আমি তিনটা নাম দিলাম ঐটা করেন, এখন ডিসি'টা তো করা যাচ্ছেনা। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছিনা, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’

রেলভবনে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এর একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে তার পাশের চেয়ারে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সিনথিয়া জাহিন আয়েশা।

ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

ডিসি পরিবর্তনের তদবিরের বিষয়টি নিয়ে ঢাকাপ্রকাশ থেকে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন নাহিদ উদ্দিন তারেক। তিনি বলেন, ‘আমি মূলত গিয়েছিলাম আমার এলাকা হবিগঞ্জের রেলওয়ে সংস্কার কাজের বিষয়ে কথা বলতে। এছাড়া রেড ক্রিসেন্টের কমিটির বিষয়ে মূলত কথা বলেছিলাম ফোনে। রুমে বসা কেও একজন আমার কথার আংশিক অংশ ভিডিও করে ছড়িয়ে দেয়।’

 

 

 

 

Header Ad
Header Ad

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ জন হজযাত্রী, মৃত্যু আরও একজনের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে শনিবার (১৭) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫২০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ৭৪০টি।

রবিবার (১৮ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

 হেল্প ডেস্কের তথ্য মতে, ১২৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। এর মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। এরা হলেন— জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২) ও গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০)।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Header Ad
Header Ad

এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ী

ছবি: সংগৃহীত

মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

শনিবার (১৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাজৈর উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।

উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজিব মাঘা, মনির ফকিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মী প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগদানকৃত খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার বলেন, আমি ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে। দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শ ধারণ করে আজকে এনসিপিতে যোগদান করলাম। আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা দূর্গ গড়ে তুলব এবং তাদের আমি সর্বদিক সহযোগিতা করব।

Header Ad
Header Ad

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন মমিত ইসলাম। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। তিনি সুনামগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

শনিবার (১৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দলীয় প্যাডে এ অনুমোদন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সুনামগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিত ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবুল হাসান রাসেল। তিনি জানান, আমরা উজ্জীবিত আনন্দিত যে মমিত ইসলাম জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। আমরা আমাদের নতুন আহবায়কের নেতৃত্বে আগামী দিন গুলোতে আন্দোলন সংগ্রামে আরও এগিয়ে যাবো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ জন হজযাত্রী, মৃত্যু আরও একজনের
এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ী
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম
টি-টোয়েন্টিতে পারভেজ ইমনের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ১৯১
নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির
কুবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, আসন ফাঁকা ৩৯১
মাদক সেবনের ভিডিও ভাইরাল, নারী সমন্বয়ককে অব্যাহতি
টাঙ্গাইলে শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা
আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত: ইশরাক হোসেন
৫ দাবি না মানলে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি
চার দিন রিমান্ড শেষে মমতাজ কারাগারে
রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
মাটি খুঁড়তেই মিলল বান্ডেল বান্ডেল টাকা
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
বিয়ের আট দিন পর বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরের লাইভ
বিমানবন্দরে তিন দিন ‘আটকে থাকার পর’ দলের সঙ্গে রিশাদ ও নাহিদ
ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে: আসিফ মাহমুদ