পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে ই-ভিসা চালুর কাজ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
শুক্রবার (১৬ মে) লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের উন্নয়নে সহায়ক হবে।
রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, "বর্তমান সরকারের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা।" তিনি আরও জানান, ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত বৈঠকের মাধ্যমে নতুন সুযোগের সন্ধান এবং বাণিজ্য বিষয়ক গভীর বোঝাপড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লাসহ বিভিন্ন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করার জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
