সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট (Doctor of Letters) ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ বর্ণাঢ্য আয়োজনে ড. ইউনূসের হাতে ডিগ্রির সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও বিশিষ্টজনেরা।
সমাবর্তনে অংশগ্রহণ করেছেন ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চবির ৯টি অনুষদের মোট ২২ হাজার ৫৮৬ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী। এদের মধ্যে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিপ্রাপ্ত। বাকি শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি অর্জন করেন।
সকাল থেকেই গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা নির্ধারিত বাসযোগে ক্যাম্পাসে উপস্থিত হতে থাকেন। তাদের সঙ্গে ছিলেন অভিভাবক ও আত্মীয়স্বজন, যারা বিশেষ এ দিনটি উদযাপন করতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তৈরি করা হয়েছে ২৫ হাজার মানুষের জন্য বসার ব্যবস্থা। গোটা ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন আয়োজন করে ১৯৯৪ সালে। এরপর ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার পঞ্চম সমাবর্তনও স্মরণীয় হয়ে থাকবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, বিশেষত ড. ইউনূসকে সম্মাননা প্রদান উপলক্ষে।
