আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এ শেষ মুহূর্তে গিয়ে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। ফ্র্যাঞ্চাইজিটি ৬ কোটি রুপিতে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে বলে আজ বুধবার (১৪ মে) জানানো হয়েছে দিল্লির অফিসিয়াল পেজ থেকে। এর আগেও দুই আসরে একই দলের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার।
তবে বিষয়টি নিয়ে বিস্ময়করভাবে ‘অবগত নয়’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, “এখন পর্যন্ত মোস্তাফিজ কোনো এনওসির (অনাপত্তিপত্র) জন্য আবেদন করেননি। আমরাও বিষয়টি জানি না। সম্ভবত দিল্লি সরাসরি খেলোয়াড়ের সঙ্গেই যোগাযোগ করেছে।”
এদিকে মে মাসে বাংলাদেশের রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর রয়েছে পাকিস্তান সফরের সম্ভাব্য পাঁচ ম্যাচের সিরিজ।
মুস্তাফিজ ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে ছিলেন এবং আজ (১৪ মে) দলের সঙ্গেই দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা। এই পরিস্থিতিতে বিসিবির ছাড়পত্র ছাড়া আইপিএলে অংশ নেওয়া কঠিন বলেই ধারণা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহ স্থগিত থাকার পর ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। মুস্তাফিজের নতুন দল দিল্লি ক্যাপিটালস ১৮ মে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের।
