টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি

টাঙ্গাইলে জেমসের কনসার্ট। ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলে নগর বাউল জেমসের কনসার্টে মোবাইল চুরির অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যা নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা ও ক্ষোভ। মঙ্গলবার (১৩ মে) রাতে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে কয়েকশ দর্শনার্থীর মোবাইল হারানোর অভিযোগ উঠে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল সদর থানায় ১২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান থানার ওসি তানভীর আহমেদ। চুরি থেকে বাদ পড়েননি গণমাধ্যম কর্মীরাও।
জানা যায়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত কনসার্টে বিকেল থেকেই ঢল নামে স্টেডিয়ামে। রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন। ভিড়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি ও পকেট কাটার ঘটনা, যেখান থেকে অনেকে মোবাইল হারান।
কিছু নারী দর্শনার্থী শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত দায়িত্ব পালন করতে পারেনি। রাজনৈতিক সংশ্লিষ্টতাও ছিল আয়োজনের পেছনে—চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এক দর্শনার্থী জানান, “গান শোনার আনন্দে এসেছিলাম, মোবাইল হারিয়ে মনটাই খারাপ। থানায় গিয়ে দেখি, আমার মতো আরও অনেকেই জিডি করতে এসেছে।”
এ বিষয়ে ওসি তানভীর আহমেদ বলেন, “কনসার্টে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। তবুও কিছু অসাধু ব্যক্তি এই সুযোগে মোবাইল চুরি করেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
