এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
২০২৫ সালের এপ্রিল মাসের জন্য আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর মাধ্যমে তিনি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।
এপ্রিল মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ।
প্রথম টেস্ট (সিলেট): বাংলাদেশ দল ম্যাচটি হারলেও দুই ইনিংসেই ৫ উইকেট করে নিয়ে মিরাজ শিকার করেন ১০ উইকেট (৫/৫২ ও ৫/৫০)।
দ্বিতীয় টেস্ট (চট্টগ্রাম): এই ম্যাচে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মিরাজ। ব্যাট হাতে একটি অনবদ্য সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে নেন ৫ উইকেট মাত্র ৩২ রানে।
সিরিজ পরিসংখ্যান:
ব্যাটিং: ১১৬ রান, গড় ৩৮.৬৬
বোলিং: ১৫ উইকেট, গড় মাত্র ১১.৮৬
এই অবিশ্বাস্য পারফরম্যান্সের ফলে তিনি হয়েছেন দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা ও পুরো সিরিজের সেরা খেলোয়াড়।
এই মাসে আইসিসির মাসসেরা পুরস্কারের দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের উদীয়মান পেসার বেন সিয়ার্সকে। বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট ভক্তদের ভোটে এগিয়ে থেকেই তিনি অর্জন করেছেন এই সম্মান।
