আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
পাক-ভারত রাজনৈতিক উত্তেজনায় এক সময় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও মাঠে ফিরছে। টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী শনিবার (১৭ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে। তার আগেই এলো বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। ৬ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
বুধবার (১৪ মে) নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে।
মুস্তাফিজের জন্য এটি একপ্রকার ফিরে আসার মুহূর্ত। কারণ, দুই বছর পর আবারও দিল্লির জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন তিনি। এর আগে মুস্তাফিজ দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়েও আইপিএলে খেলেছেন।
ফ্রেজার-ম্যাকগার্ক পুরো মৌসুম থেকে ছিটকে পড়ায়, তার জায়গা পূরণ করতেই অভিজ্ঞ মুস্তাফিজের ওপর ভরসা রেখেছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।
