আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।
বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের যে বন্দি প্রত্যাবাসন চুক্তি রয়েছে, সেটি ব্যবহার করেই শেখ হাসিনাকে দেশে আনার পথ তৈরি করা হবে। আমরা বিষয়টি নিয়ে ইন্টারপোলের সহযোগিতাও নিচ্ছি।”
রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত ১৩ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজউকের অভিজাত এলাকায় ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নেন।
এর বাইরে, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন সোমবার ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে গণহত্যার নির্দেশদাতা হিসেবে প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে।
ট্রাইব্যুনালের নির্দেশে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার পর প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেই নির্দেশনা অনুসারে তদন্তকারী সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়।
