ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

ছবি: সংগৃহীত
প্রধান সড়কে ওঠার দায়ে তিনজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের যান ভেঙে ফেলেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, ক্ষতিগ্রস্ত চালকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে প্রশাসক লেখেন- “আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নিচ্ছি।”
ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ থাকলেও অনেক চালক জীবিকার তাগিদে নিয়ম ভেঙে মেইন রোডে উঠে পড়েন। এ নিয়ে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে নগর কর্তৃপক্ষ। তবে এবারের ঘটনায় অটোরিকশা ভেঙে ফেলার বিষয়টি নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় নেটিজেনরা বলছেন, দুঃস্থ অটোরিকশাচালকদের জীবিকা কেড়ে না নিয়ে সচেতনতামূলক প্রচার ও বিকল্প আয়ের পথ দেখানোই ছিল উচিত। বিষয়টি আমলে নিয়ে প্রশাসকের এ সিদ্ধান্ত জনমানুষের প্রতি একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
