বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে সরকার পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ সাধারণ মানুষের নাগালে এনে ব্যবহার অভ্যাসে পরিবর্তন আনাই সরকারের লক্ষ্য। এজন্য উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হবে এবং যুবসমাজ ও পাটকল উদ্যোক্তাদের মাধ্যমে এসব ব্যাগ বাজারে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘PLEASE’ প্রকল্পের জাতীয় জ্ঞান বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “বড় বড় শপিং মলগুলো বলে, ক্রেতারা ৪০ টাকা দিয়ে পাটের ব্যাগ কিনতে চায় না। অথচ বিদেশে গিয়ে তারা ৩-৪ ডলার দিয়ে একই ধরনের ব্যাগ কেনেন। দেশে কেন তারা কিনতে চায় না, সেটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্ত যুক্তি।”

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে। আমাদের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা করুণ, তবে সরকার এর উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে বাজার থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ধীরে ধীরে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করতে পারলে জাতি হিসেবে দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। আফ্রিকার দেশ তানজানিয়া ও রুয়ান্ডা পেরেছে, তাহলে আমরা কেন পারব না?” তিনি জানান, জুনের পর যেসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সহজ বিকল্প আছে, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উন্নত বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইউরোপে যেখানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত, সেখানেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ। কারণ, এগুলো সহজে রিসাইকেল করা যায় না। অনেক আফ্রিকান দেশও জানে, অন্যান্য বর্জ্য একসময় পঁচে যায়, কিন্তু পলিথিন বা প্লাস্টিকের বর্জ্য সহজে নিঃশেষ হয় না।

এ সময় তিনি বলেন, সরকারের উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে অংশ নিতে হবে। জনগণ সচেতন হলে এবং সরকার আইনের প্রয়োগে সক্রিয় হলে, তখনই বাস্তব পরিবর্তন আসবে। সুপারশপ ও সরকারি প্রতিষ্ঠানে পলিথিনের ব্যবহার বন্ধ হওয়াকে তিনি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

তিনি বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিএফআইডিসি)-কে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের নির্দেশনা দেন এবং রাবারের বদলে বাঁশ ও বেত দিয়ে পণ্য তৈরিতে অগ্রসর হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, ইউএনওপিএসের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধারণ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

Header Ad
Header Ad

অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

(বাম থেকে) অভিনেত্রী শাম্মি ইসলাম নিলা, মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজিত বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এবার বিতর্কে জড়িয়েছে। ক্রিকেট আয়োজন ঘিরে অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেনের পক্ষ থেকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো জনপ্রিয় খেলা ক্রিকেটকে সামনে রেখে ‘সেলিব্রিটি’ আঙ্গিকে এই আয়োজন হলেও, তা পরিণত হয়েছে অশ্লীল প্রদর্শনীর মঞ্চে।

 

নোটিশে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন—নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।

অভিযোগ অনুযায়ী, উল্লিখিত অভিনেত্রীরা ক্রিকেট খেলার সময় অশালীন ও অশ্লীল পোশাক পরিধান করেছেন এবং অঙ্গভঙ্গিতে শালীনতা বজায় রাখেননি—যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিশেষ করে তরুণদের মাঝে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেছেন, "ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো?"—এই বক্তব্যের মাধ্যমে অভিযোগ আরও দৃঢ় হয়েছে বলে দাবি করা হয়।

আইনজীবী জাকির হোসেনের মতে, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ এবং এখানকার সমাজব্যবস্থা শালীনতা ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী। তাই সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী তারকাদের যথোপযুক্ত ও শালীন পোশাকে খেলার আহ্বান জানানো হয়।

নোটিশে সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত ৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং ১৩ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে। টি-২০ ফরম্যাটের এই আসরে অংশ নেয় চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস।

চ্যাম্পিয়ন হয় সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ ও মৌসুমী হামিদ সমৃদ্ধ গিগাবাইট টাইটানস। পুরো টুর্নামেন্টজুড়ে বল-ব্যাট হাতে অংশ নিয়েছেন দীপা খন্দকার, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, সিনথিয়া, কেয়া পায়েল, আলিশাসহ আরও অনেক তারকা।

Header Ad
Header Ad

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড (অভিযান) শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, যেহেতু মাদকের বিষয় আছে, নারকোটিকস থাকবে। ডিএমপি, সিটি করপোরেশন থাকবে। এই রেইডগুলো নিয়মিতভাবে একটা সময় পরপর হবে।

তিনি আরও বলেন, রাজু ভাস্কর্যের পেছনের গেট চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেট সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মনিটর করার জন্য গণপূর্তের পক্ষ থেকে কমিটি করা হবে।

আসিফ মাহমুদ বলেন, উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকায় অপরাধ সংগঠিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ডিএমপি মনিটর করবে এবং উদ্যানের জন্য একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।

Header Ad
Header Ad

ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। বুধবার (১৪ মে) সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হুথিদের বিবৃতি অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

মুখপাত্র ইয়াহিয়া বলেছেন, ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়।

হুথিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে।

গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুথিরা ঘোষণা করে, তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলিপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে।

২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিদের আক্রমণ বন্ধ হয়ে যায়। কিন্তু মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। পরবর্তীতে হুথিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টা পুনরায় শুরু করে।

১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইয়েমেনের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হুথিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে, এই অভিযানের লক্ষ্য আমেরিকান স্বার্থ রক্ষা করা এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

এর প্রতিক্রিয়ায় হুথিরা উত্তর লোহিত সাগরে অবস্থিত ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। হামলার ফলে জাহাজটির ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সেই সঙ্গে বেশ কয়েকটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথিরা।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির
পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ
জানা গেল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়
বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান