বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে সরকার পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ সাধারণ মানুষের নাগালে এনে ব্যবহার অভ্যাসে পরিবর্তন আনাই সরকারের লক্ষ্য। এজন্য উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হবে এবং যুবসমাজ ও পাটকল উদ্যোক্তাদের মাধ্যমে এসব ব্যাগ বাজারে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘PLEASE’ প্রকল্পের জাতীয় জ্ঞান বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “বড় বড় শপিং মলগুলো বলে, ক্রেতারা ৪০ টাকা দিয়ে পাটের ব্যাগ কিনতে চায় না। অথচ বিদেশে গিয়ে তারা ৩-৪ ডলার দিয়ে একই ধরনের ব্যাগ কেনেন। দেশে কেন তারা কিনতে চায় না, সেটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্ত যুক্তি।”

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে। আমাদের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা করুণ, তবে সরকার এর উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে বাজার থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ধীরে ধীরে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করতে পারলে জাতি হিসেবে দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। আফ্রিকার দেশ তানজানিয়া ও রুয়ান্ডা পেরেছে, তাহলে আমরা কেন পারব না?” তিনি জানান, জুনের পর যেসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সহজ বিকল্প আছে, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উন্নত বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইউরোপে যেখানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত, সেখানেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ। কারণ, এগুলো সহজে রিসাইকেল করা যায় না। অনেক আফ্রিকান দেশও জানে, অন্যান্য বর্জ্য একসময় পঁচে যায়, কিন্তু পলিথিন বা প্লাস্টিকের বর্জ্য সহজে নিঃশেষ হয় না।

এ সময় তিনি বলেন, সরকারের উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে অংশ নিতে হবে। জনগণ সচেতন হলে এবং সরকার আইনের প্রয়োগে সক্রিয় হলে, তখনই বাস্তব পরিবর্তন আসবে। সুপারশপ ও সরকারি প্রতিষ্ঠানে পলিথিনের ব্যবহার বন্ধ হওয়াকে তিনি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

তিনি বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিএফআইডিসি)-কে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের নির্দেশনা দেন এবং রাবারের বদলে বাঁশ ও বেত দিয়ে পণ্য তৈরিতে অগ্রসর হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, ইউএনওপিএসের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধারণ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

Header Ad
Header Ad

ভারতে বিমান দুর্ঘটনা, ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের গাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বৃহস্পতিবার (১২ জনু) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিধ্বস্ত হয়েছে।

বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা ২৪২ জন আরোহীর কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ইন্ডিপেন্ডেন্ট

আহমেদাবাদ পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, ‘ঘটনাস্থলের পরিস্থিতি খুবই মর্মান্তিক। এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি।’ উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

বিমানটিতে ১২ জন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল, অ্যাম্বুলেন্স ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানটি ওঠার পরপরই বি. জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। দুর্ঘটনায় পাঁচজন মেডিকেল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

নিহতদের মধ্যে চারজন এমবিবিএস শিক্ষার্থী এবং একজন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসক বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় দুপুরের খাবার খাচ্ছিলেন ছাত্ররা। ক্যান্টিনে খাবারের প্লেট ও গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই গোটা ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, ‘এটি হৃদয়বিদারক একটি দুর্ঘটনা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুর্ঘটনার দৃশ্যকে ‘ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছেন।

Header Ad
Header Ad

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে প্রেস সচিব লেখেন, বৃহস্পতিবার লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি আরও লেখেন, বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচনে অবদান, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ- প্রচারণাকে সভ্যতা রক্ষার জন্য সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

শফিকুল আলম লেখেন, রাজা চার্লস দীর্ঘদিন ধরে অধ্যাপক ইউনূসের কাজের একজন প্রশংসক হিসেবে পরিচিত। তিনি ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন, যা তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও চিন্তার মিলের একটি প্রমাণ।

বৈঠকে জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য হ্রাস ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। এই সাক্ষাৎকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবেও দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাজপরিবারের রীতিতে, রাজা যখন কাউকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ দেন বা ‘অডিয়েন্স’ প্রদান করেন, তখন সেটি সংশ্লিষ্ট ব্যক্তি ও তার কাজের গুরুত্বকে স্বীকৃতি দেয়ার একটি সম্মানজনক ইঙ্গিত। এ ধরনের সাক্ষাতে রাজা ওই ব্যক্তির কাজ সম্পর্কে আরও জানার সুযোগ পান এবং একটি স্মরণীয় রাজকীয় অভিজ্ঞতা উপহার দেন।

Header Ad
Header Ad

ওয়ানডেতে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল। এর আগে টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন আসার পর এবার ওয়ানডেতেও দায়িত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত।

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নাজমুল হোসেন শান্ত ওয়ানডে অধিনায়কত্বে আগ্রহ না দেখানোয় নতুন নেতৃত্বের প্রয়োজন পড়ে। মিরাজকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তার পারফরম্যান্স, নেতৃত্বদানের দক্ষতা ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখার ক্ষমতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে মেয়াদ বাড়ানোর কথাও ভাবা হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখার পাশাপাশি ঠাণ্ডা মাথায় খেলার গুণে মিরাজ হয়েছেন নির্বাচকদের আস্থার প্রতীক।

এর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক থাকলেও ওয়ানডে দলে এই প্রথম মিরাজকে নেতৃত্বে দেখা যাবে। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন সিরিজ দিয়েই তার অধিনায়কত্বে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে বিমান দুর্ঘটনা, ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ
ওয়ানডেতে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
ভারতে বিমান দুর্ঘটনা: পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টার
বিমানের ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ, নিহত অন্তত ১৩৩
অচেতন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার
ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের
ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত শতাধিক
ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে বিধ্বস্ত হলো বিমান (ভিডিও)
ঈদে দাওয়াতে না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর, শ্বশুরবাড়ির হামলায় আহত মা ও ভগ্নিপতি
শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা
কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব
মৌলভীবাজার সীমান্তে এক মাসে ৩৩৭ জনকে পুশইন, রোহিঙ্গারাও রয়েছে তালিকায়
শিক্ষক নিবন্ধনে বাদ যাচ্ছে প্রিলি, থাকবে শুধু লিখিত-মৌখিক পরীক্ষা
টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক
৩১৭ জনকে চাকরি দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২০০ জনের মৃত্যুর আশঙ্কা