আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই

ছবি: সংগৃহীত
আন্তর্বর্তী সরকারের ঘোষণায় নিষিদ্ধ হলো আওয়ামী লীগের সকল কার্যক্রম। সেই ঘোষণার পরপরই সারাদেশে ছড়িয়ে পড়ে আনন্দের ঢল। রাজধানী ঢাকা থেকে শুরু করে মফস্বল শহর, এমনকি গ্রামের আনাচে কানাচেও চলছে উৎসবের আমেজ।
এই ধারাবাহিকতায় সোমবার (১২ মে) রাজধানীর শাহবাগে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র—আওয়ামী লীগ নেতাদের নামে গরু ও ছাগল জবাই করে উদযাপন।
শাহবাগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কয়েকজন সদস্য। তাঁরা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দুটি গরু এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করেন। দাবি করা হয়, এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার "আনন্দ উৎসব"।
এই আয়োজনের পেছনে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি ১০ মে রাতে নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচির ইঙ্গিত দেন এবং পরে ১২ মে দুপুরে জানান, সবার জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে, সাদর আমন্ত্রণ রইল।
শুধু রাজধানীতেই নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবরে উল্লাসে মাতেন দেশের বিভিন্ন জেলার মানুষ। নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের পালিত গরু জবাই করে স্থানীয়দের জন্য বিরিয়ানির আয়োজন করেন। রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে এই আয়োজন হয়।
আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের পর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে দেশের এক অংশের মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া ও উৎসবের আমেজ—যা রীতিমতো আনন্দঘন আয়োজন ও প্রতীকী কর্মসূচিতে রূপ নিচ্ছে।
