যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি

তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। যদিও ভেতরের খবর বলছে, দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি। তবে বিসিসিআই-এর (ভারতীয় ক্রিকেট বোর্ড) নতুন পরিকল্পনা ও সাম্প্রতিক পরিস্থিতিই তাঁর এই সিদ্ধান্তে মূল ভূমিকা রেখেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোহলি চেয়েছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নেতৃত্ব দিতে। কিন্তু বিসিসিআই চাচ্ছিল টেস্ট দলে নেতৃত্বে নতুন কাউকে আনতে। এই খবর পাওয়ার পরই কোহলি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
গত কয়েক বছরে ব্যাট হাতে কোহলি ছিলেন চরম বাজে ফর্মে। প্রায় তিন বছর ধরে তিনি কোনো সেঞ্চুরি পাননি এবং এই সময়ে তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ৩২। এই ব্যর্থতা তাঁকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগের মতো ড্রেসিং রুমে স্বাধীনতা ও ইতিবাচক পরিবেশ পাচ্ছিলেন না কোহলি। বর্তমান টিম ম্যানেজমেন্টের অধীনে তিনি নিজেকে সেইভাবে মানিয়ে নিতে পারছিলেন না, যেমনটা রবি শাস্ত্রীর সময়ে পেয়েছিলেন।
অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলি রবি শাস্ত্রী, জয় শাহ এবং প্রধান নির্বাচক অজিত আগারকরের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কেউই তাঁকে এই সিদ্ধান্ত থেকে ফেরাতে পারেননি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইংল্যান্ড সিরিজের পর যদি বিসিসিআই নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নিত, তাহলে কোহলি ও রোহিত শর্মা একসঙ্গে টেস্ট থেকে বিদায় নিতে পারতেন। কিন্তু বোর্ড নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরোপুরি নতুন পরিকল্পনায় যেতে চায়।
