বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির

ছবি: সংগৃহীত

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে। সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে। বুধবার (১৪ মে) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব মন্তব্য করেন।

এ সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরিয়ে নেয়ার দাবি তোলেন তিনি।

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের জানাজা বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে, সকালে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করে ছাত্রদল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য নিহত হন। শিক্ষার্থী সাম্যকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি

টাঙ্গাইলে জেমসের কনসার্ট। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে নগর বাউল জেমসের কনসার্টে মোবাইল চুরির অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যা নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা ও ক্ষোভ। মঙ্গলবার (১৩ মে) রাতে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে কয়েকশ দর্শনার্থীর মোবাইল হারানোর অভিযোগ উঠে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল সদর থানায় ১২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান থানার ওসি তানভীর আহমেদ। চুরি থেকে বাদ পড়েননি গণমাধ্যম কর্মীরাও।

জানা যায়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত কনসার্টে বিকেল থেকেই ঢল নামে স্টেডিয়ামে। রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন। ভিড়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি ও পকেট কাটার ঘটনা, যেখান থেকে অনেকে মোবাইল হারান।

কিছু নারী দর্শনার্থী শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত দায়িত্ব পালন করতে পারেনি। রাজনৈতিক সংশ্লিষ্টতাও ছিল আয়োজনের পেছনে—চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এক দর্শনার্থী জানান, “গান শোনার আনন্দে এসেছিলাম, মোবাইল হারিয়ে মনটাই খারাপ। থানায় গিয়ে দেখি, আমার মতো আরও অনেকেই জিডি করতে এসেছে।”

এ বিষয়ে ওসি তানভীর আহমেদ বলেন, “কনসার্টে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। তবুও কিছু অসাধু ব্যক্তি এই সুযোগে মোবাইল চুরি করেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

Header Ad
Header Ad

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৬ মে। এই দিনে যাত্রীরা ২৯ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন।

বুধবার (১৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, ১৬ মে শুক্রবার থেকে অনলাইন ও কাউন্টার—দু’ভাবেই টিকিট বিক্রি শুরু হবে। তবে কিছু পরিবহন সংস্থা এবার পুরোপুরি অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ভাড়ার বিষয়ে রাকেশ বলেন, “বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। সব পরিবহন মালিককে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, গত ঈদে এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে সমালোচনা হয়েছিল। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পরিবহন মালিকেরা বসে সিদ্ধান্ত নিয়েছেন—এসি বাসের ভাড়া যেন সহনীয় মাত্রায় রাখা হয়। যেহেতু সরকার এসি বাসের নির্ধারিত ভাড়া ঠিক করে না, তাই বাসের মান ও বিলাসভিত্তিক ভাড়া নির্ধারণ করা হবে, তবে সেটি যুক্তিসঙ্গত পরিসরে থাকবে।

পরিবহন খাত সংশ্লিষ্টদের মতে, আগাম টিকিট বিক্রির ঘোষণা আসায় যাত্রীরা ভোগান্তি এড়িয়ে সুষ্ঠুভাবে ঈদযাত্রার প্রস্তুতি নিতে পারবেন।

Header Ad
Header Ad

আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়া ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে এখন ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, "নির্ধারিত সময়সীমার মধ্যে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন টিউলিপ সিদ্দিক। এখন তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"

এর আগে, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিককে তলব করে দুদক। তাকে ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে নোটিশ পাঠানো হয়। তবে তিনি হাজির হননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তার এবং পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু হয়।

এর অংশ হিসেবে, রাজউকের একটি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা করে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ মোট ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেছে দুদক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির
পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ
জানা গেল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়