পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
লাহোর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সাকিবকে দলে ভেড়ানো হয়েছে।
ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে পিএসএল এক সপ্তাহের বিরতির পর ১৭ মে থেকে আবার মাঠে গড়াতে যাচ্ছে। আর এ বিরতির মাঝেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়া দলগুলো নতুন করে স্কোয়াড সাজাতে বাধ্য হচ্ছে।
সাকিব আল হাসান পিএসএলে নতুন মুখ নন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক ঘটে তার। পরে তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন। এখন আবার ফিরলেন পুরোনো ঠিকানায়—লাহোর কালান্দার্সে।
পিএসএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচে অংশ নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ ও স্ট্রাইক রেট ১০৭.১৪। আর বল হাতে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমি ৭.৩৯।
দলের প্রয়োজনেই সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে ফেরাতে যাচ্ছে লাহোর। যদিও তার মাঠে নামার দিন-তারিখ বা ম্যাচ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
