সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উদ্যানের মুক্তমঞ্চের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে আবাসিক ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
শাহরিয়ারের সহপাঠী রাফি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়। একপর্যায়ে অজ্ঞাতনামা সাত-আটজন দুর্বৃত্ত শাহরিয়ারকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
