ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহতের কথা জানালো পাকিস্তান

ছবি: সংগৃহীত
ভারতের চালানো এক হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে ১১ জন দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক। সোমবার (১২ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর দিয়েছে জিও নিউজ।
আইএসপিআরের দাবি, ৬ ও ৭ মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ হামলা চালায়। নারী, শিশু এবং বৃদ্ধদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২১ জন, যাদের মধ্যে ১০ জন নারী ও ২৭ জন শিশু রয়েছেন।
দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন পাকিস্তানের ১১ সেনা সদস্য এবং আহত হয়েছেন আরও ৭৮ জন।
এই ঘটনার পর সোমবার (১২ মে) সন্ধ্যা ৫টায় ভারত ও পাকিস্তানের সামরিক পর্যায়ে ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই আর কোনো গোলাগুলি না চালানোর বিষয়ে একমত হয়েছে।
প্রথমে বৈঠকটি দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে সন্ধ্যায় শুরু হয়। বৈঠকে সীমান্তে উত্তেজনা হ্রাস, সেনা সংখ্যা কমানো এবং পারস্পরিক আক্রমণাত্মক মনোভাব পরিহারের বিষয়ে আলোচনা হয়। ভারতের পক্ষে ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষে ডিজিএমও কাশিফ আব্দুল্লাহ এই বৈঠকে অংশ নেন।
