শনিবার, ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বাংলাদেশের জার্সিতে ফিরছেন ফাহমিদুল, ছাড়পত্র দিয়েছে ক্লাব

ফাহমিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফেরার পথে আর কোনো বাধা রইল না ইতালিপ্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামের। আসন্ন সিঙ্গাপুর ম্যাচের জন্য তাকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও।

৪ জুনের প্রস্তুতি ম্যাচেও তাকে পাওয়া যাবে বলে ক্লাবটির এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে ফাহমিদুলের জন্য শুভকামনাও জানিয়েছে সিরি ডি’র এই ক্লাব।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। কারণ এর আগেও ভারত সফরের সময় প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও মূল দলে রাখা হয়নি ফাহমিদুলকে, যা নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ উঠেছিল, সিন্ডিকেটের কারণে জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

এমনকি বিষয়টি নিয়ে বাফুফে ভবনের সামনে প্রতিবাদে অংশ নেন অনেকে। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পর্যন্ত হস্তক্ষেপ করেন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসেন। এরপর ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়।

ফলে আসন্ন ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ এবং তার আগে ৪ জুনের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে এবার আগেভাগেই ফাহমিদুলকে চাইতে ওলবিয়া কালাসিওকে চিঠি পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্লাবটির সম্মতিতে সব জটিলতা কেটে যায়। এখন শুধু বাকি কোচ হাভিয়ের কাবরেরার চূড়ান্ত সিদ্ধান্ত। ৩১ মে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে অবশ্য উপস্থিত থাকবেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।

Header Ad
Header Ad

৫ দাবি না মানলে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানানো হয়।

শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।

রোববারের (১৮ মে) মধ্যে দাবি না মানলে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগসহ পাঁচ দফা দাবি না মানলে ১৯ মে থেকে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে জাফরিন আক্তার বলেন, আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন-সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে।

তিনি বলেন, আগামীকাল রোববারের মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সোমবার (১৯ মে) থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবো। পরবর্তী এ কর্মসূচি কেমন হবে, সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবো। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখবো। আমাদের যদি আবার মাঠে নামতে হয়, তাহলে এবার রাজপথ থেকেই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে ক্যাম্পাসে ফিরবো।

জাফরিন আরও বলেন, সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের পর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ইউজিসি এ কলেজগুলো পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে যে প্রশাসন অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর মধ্যবর্তী সময়ে দায়িত্ব পালন করবে। তবে অন্তর্বর্তী প্রশাসন বিষয়ে ইউজিসির প্রস্তাবনার আড়াই মাস পার হলেও এখনো সেটির চূড়ান্ত অনুমোদন হয়নি। এতদিন আমরা শুনে এসেছি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি
১. রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে।

২. অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে;

৩. ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।

৪. অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে, এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়য়ের রূপরেখা, লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে।

৫. সর্বশেষ আগামী ১৬ জুন নতুন বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাদেশ জারি করতে হবে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে নির্ধারণ করতে হবে।

Header Ad
Header Ad

চার দিন রিমান্ড শেষে মমতাজ কারাগারে

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নং এজাহারনামীয় আসামি।

Header Ad
Header Ad

রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রবিবার (১৮ মে) থেকে রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (১৭ মে) সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রবিবার (১৮ মে) হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

দুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানগুলো হচ্ছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে। এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৫ দাবি না মানলে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি
চার দিন রিমান্ড শেষে মমতাজ কারাগারে
রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
মাটি খুঁড়তেই মিলল বান্ডেল বান্ডেল টাকা
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
বিয়ের আট দিন পর বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরের লাইভ
বিমানবন্দরে তিন দিন ‘আটকে থাকার পর’ দলের সঙ্গে রিশাদ ও নাহিদ
ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে: আসিফ মাহমুদ
স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ
বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার
জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু
ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
বাংলাদেশের জার্সিতে ফিরছেন ফাহমিদুল, ছাড়পত্র দিয়েছে ক্লাব
ইশরাক সমর্থকদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ায় ৫ কর্মকর্তাকে শোকজ