শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

সেখানে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা সাম্যের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। পাশাপাশি তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে মূল হোতাকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।”

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মূল হত্যাকারীকে আড়াল করা হচ্ছে এবং পুলিশি সহায়তায় তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এতে অর্থ লেনদেনও হয়েছে বলে দাবি করে তারা।

সাম্যের রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা মিলাদ ও দোয়ার আয়োজনও করে শিক্ষার্থীরা।

সাহিত্য ও সংস্কৃতিমনা ছাত্রনেতা হিসেবে পরিচিত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

গত ১৩ মে রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। ঘটনার পর থেকে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা তিন দিন ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

সাম্য হত্যাকাণ্ডে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। তবে শিক্ষার্থীদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে এখন চাপা ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, “একজন মেধাবী ছাত্রকে এভাবে হারিয়ে আমরা শুধু ক্ষুব্ধ নই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

Header Ad
Header Ad

পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে পেটে বাচ্চাসহ গাভী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে সোহেল মিয়া নামে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে টাঙ্গাইল পৌর শহরের বটতলা বাজারে ওই ব্যবসায়ীর কসাইখানায় গিয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রোমেল জরিমানা করে।

সোহেল মিয়া টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, সোহেলের মাংসের দোকানে কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে একটি গাভী গরু দেখতে পান। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর সেই গাভীটির পেটে দুই মাসের বাচ্চা রয়েছে শনাক্ত করে।

টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শাহিন আলম বলেন, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে একটি গাভী গরু জবাই করা হয়েছে জানতে পেরে গরুটি পরীক্ষা করে দেখেন ২ মাসের পেটে বাচ্চা রয়েছে। পরে ভোক্তা অধিদপ্তর থেকে সোহেল নামে ওই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে মাংস ব্যবসায়ী সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে। পরে তাকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ কেজি মাংস জব্দ মাটিতে পুতে রাখা হয়েছে।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারী ইনচার্জ সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন  অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, এএস আই মিলন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে এখন থেকে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে ফেলে। ফলে শুষ্ক বা মৌসুমী জলবায়ুর এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এছাড়া, এই গাছের পাতায় থাকা বিষাক্ত উপাদান মাটিতে পড়ে তা বিষাক্ত করে তোলে, যার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং আশপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না।

এছাড়া, এই গাছগুলোতে স্থানীয় পাখি, পোকামাকড় কিংবা জীববৈচিত্র্যের উপযোগী পরিবেশ তৈরি হয় না। ফলে এটি প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষা এবং প্রাণবৈচিত্র্য টিকিয়ে রাখতে সরকার সবাইকে দেশীয় প্রজাতির গাছ রোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কালক্ষেপণের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং’ এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পরও আগের অধিভুক্তি বাতিল হয়েছে, এবং এখন কেবল অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অথচ কর্তৃপক্ষ অযথা সময়ক্ষেপণ করছে, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অবস্থান, প্রতিক্রিয়া এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনটি আগামীকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকার সরকারি সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি কবি নজরুল কলেজ। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই এই সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ
প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা