ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়

ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হয়েছে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি। ভোর ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে টিকিটের জন্য ভিড় জমাতে থাকেন যাত্রীরা। কেউ টিকিট সংগ্রহ করেছেন সরাসরি গিয়ে, কেউ বা অনলাইনে চেষ্টা চালিয়েছেন কাঙ্ক্ষিত দিনের টিকিট কাটতে।
বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে থেকে শুরু হওয়া ঈদযাত্রার টিকিট আজ থেকেই বিক্রি হচ্ছে। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।
অনেকে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট পাওয়ার উচ্ছ্বাস জানিয়েছেন। নিজের টিকিটের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে মোহাম্মদ ইমরান লেখেন, “আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।” তিনি ঢাকা থেকে রংপুরগামী একটি বাসের ৩ জুনের টিকিট সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
এর আগে ১৪ মে বিকেলে সংবাদমাধ্যমকে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীরা এবার সরাসরি কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কিনতে পারবেন। তবে কিছু কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনেই টিকিট দিচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিআরটিএ যে ভাড়ার তালিকা নির্ধারণ করেছে, সেটাই অনুসরণ করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পরিবহন মালিকদেরও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিশেষ নজর দেওয়া হয়েছে এসি বাসের ভাড়ার দিকেও। রাকেশ জানান, “সাধারণত এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। পরিবহন কোম্পানিগুলো সেবার মান ও খরচ বিবেচনায় নিজেরাই সেই ভাড়া ঠিক করে। তবে এবার নির্দেশনা দেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যাত্রীদের জন্য যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়।”
প্রতিবারের মতো এবারও রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর, ফকিরাপুলসহ বড় বাস টার্মিনালগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। টিকিট কাটতে গিয়ে অনেকেই দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেন। অনেকে আবার কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ফিরে গেছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে প্রতিদিনই চাপ বাড়বে, তাই যাত্রীরা যত আগে সম্ভব টিকিট নিশ্চিত করে নিতে পারলেই ভালো।
