গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় একদিনে অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্য হয় গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিক। প্রত্যক্ষদর্শীদের মতে, ‘আল-তাওবাহ’ ক্লিনিকের ওপরের তলায় চালানো এই হামলায় রোগীরা ছিন্নভিন্ন হয়ে যান। নিহত ১৩ জনের মধ্যে শিশুও রয়েছে।
এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে অন্তত ৫৩ হাজার ১০ জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানানো হয়েছে।
গাজায় গত ১৮ মার্চ থেকে ফের নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত আরও অন্তত ২ হাজার ৮৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৮ হাজার। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
জাতিসংঘের তথ্যমতে, দীর্ঘদিনের এই আক্রমণের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে অধিকাংশ অবকাঠামো, হাসপাতাল, ঘরবাড়ি ও রাস্তাঘাট।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় এই বর্বর আগ্রাসনের জন্য ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন।
