তদবির বাণিজ্য: এনসিপির সাবেক নেতা তানভীরসহ ৪ জনকে দুদকে তলব

গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর (বামে), মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবি। ছবি: সংগৃহীত
তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার জালিয়াতির মতো গুরুতর অভিযোগের তদন্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তানভীর ছাড়াও যাদের তলব করা হয়েছে তারা হলেন- উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি এবং পিওর ছাত্র প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, পৃথক তিনটি চিঠিতে চারজনকে নির্ধারিত তারিখে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে।
প্রসঙ্গত, ২১ এপ্রিল এক প্রজ্ঞাপনে মোয়াজ্জেম হোসেনকে এপিএসের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২২ এপ্রিল প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, তিনি পদত্যাগের আবেদন করেছিলেন এবং সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ গণমাধ্যমে আসে, যা নিয়ে আলোচনার ঝড় উঠে।
এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অন্যদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে ২১ এপ্রিল গাজী সালাউদ্দিন তানভীরকে তার দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একইদিন স্বাস্থ্য উপদেষ্টার পিও হিসেবে থাকা তুহিন ফারাবিকেও অভিযোগের ভিত্তিতে অব্যাহতি দেওয়া হয়।
