খেলা

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ :১৬ মে ২০২৫, ০২:৩১ পিএম

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।

প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। ১৭ মিনিটে নেপাল এগিয়ে যেতে পারলেও বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেনের দুর্দান্ত সেভে তা সম্ভব হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণে রিফাত কাজী ও ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিকও গোলে পরিণত হয়নি। ৩৬ মিনিটে নাজমুলের লং শট ঠেকিয়ে দেন নেপালের গোলকিপার।

দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৫৬ মিনিটে মিঠু চৌধুরীর হেড পোস্টের নিচ থেকে সেভ করেন নেপালের এক ডিফেন্ডার। তবে ৭৩ মিনিটে কর্নার থেকে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক নাজমুল হুদা। যদিও ৮৭ মিনিটে নেপালের সুজন ডাঙ্গোল একটি গোল শোধ দেন, কিন্তু তা ম্যাচে সমতা ফেরাতে যথেষ্ট ছিল না।

এই জয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র করে ও ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আজকের দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ভারত অথবা মালদ্বীপ।