জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

ছবি: সংগৃহীত
রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কালক্ষেপণের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং’ এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পরও আগের অধিভুক্তি বাতিল হয়েছে, এবং এখন কেবল অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অথচ কর্তৃপক্ষ অযথা সময়ক্ষেপণ করছে, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অবস্থান, প্রতিক্রিয়া এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি আগামীকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকার সরকারি সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি কবি নজরুল কলেজ। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই এই সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন।
