প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস

ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছে মুলতান সুলতানস। দলটি ঘোষণা দিয়েছে, প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের সহায়তায় ১ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার বাংলাদেশি টাকা) করে অনুদান দেবে তারা।
শনিবার (১২ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই ১৫ লাখ রুপি সংগ্রহ হয়েছে এই উদ্যোগে। ম্যাচটিতে মুলতানের ব্যাটাররা হাঁকিয়েছেন ৮টি ছক্কা এবং উইকেট পেয়েছেন ৭টি। মালিক আলি খান তারিন এক ভিডিও বার্তায় জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সাহায্য করব। এই উদ্যোগ মূলত শিশুদের জন্য।”
মাঠের খেলায় শুধু মালিক নয়, খেলোয়াড়রাও এই উদ্যোগে শামিল হয়েছেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টসের সময় বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি চার, ছক্কা ও উইকেট যেন গাজার শিশুদের জন্য কিছু করে যেতে পারে।”
মুলতান সুলতানস প্রথম ম্যাচে করাচির বিপক্ষে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক রিজওয়ান নিজেই মেরেছেন ৫টি ছক্কা ও ৯টি চার, করেছেন ৬৩ বলে ১০৫ রান। যদিও শেষ পর্যন্ত মুলতান জয় পায়নি, তবে ম্যাচে দলটির সহানুভূতির ছোঁয়া ছড়িয়ে পড়ে দর্শকদের হৃদয়ে।
পিএসএলে মুলতান আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে। ফলে ফিলিস্তিনের জন্য এই দানের পরিমাণ আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
