রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো

জাবি আলোনসো। ছবি: সংগৃহীত
একসময় মাঠে রিয়াল মাদ্রিদের মাঝমাঠের ভরসা ছিলেন তিনি, এবার ফিরছেন দলের হাল ধরতে কোচের ভূমিকায়। জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের পরবর্তী হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ গণমাধ্যম।
চুক্তি অনুযায়ী, তিনি প্রাথমিকভাবে তিন বছরের জন্য ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন। বর্তমানে বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন আলোনসো।
চলতি মৌসুম শেষেই তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো। রোমানোর তথ্যমতে, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে এবং তার কোচিং স্টাফ নির্বাচনও প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে, এই গ্রীষ্মেই ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের ডাগআউটে দেখা যাবে তাকে।
বিদায়ী কোচ কার্লো আনচেলত্তিও আলোনসোর এই দায়িত্ব নেওয়াকে স্বাগত জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি শুনেছি আলোনসো লেভারকুজেন ছাড়ছে। সে অসাধারণ কাজ করেছে এবং আমার বিশ্বাস, রিয়ালের জন্য সে যোগ্য একজন কোচ হবে। তার জন্য দরজা সবসময় খোলা।”
চলতি মৌসুম শেষে, অর্থাৎ ২৫ মে ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে শেষ হবে কার্লো আনচেলত্তির মেয়াদ। সেই দিনেই শুরু হবে রিয়াল মাদ্রিদের কোচিং ইতিহাসের নতুন অধ্যায়—জাবি আলোনসোর হাত ধরে।
