টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েটের সাইবার সিকিউরিটি নিয়ে ভার্চ্যুয়াল সেমিনার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি’ নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও ‘নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র অধ্যাপক ও গবেষকদের নিয়ে।
আজ ২৭ শে সেপ্টেম্বর ২০২২ খ্রি. বেলা ১ টা ৩০ মিনিটে চুয়েটের ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সেমিনারটিতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
চুয়েটের সাইবার সিকিউরিটির ভার্চুয়াল সেমিনারটিতে কী-নোট স্পিকার ছিলেন জাপানের ‘নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইসিটি)’র ‘ল্যাবরেটরি ফর নারা রেজিলিয়েন্স-এর অধ্যাপক ড. ইউকি কাদোবায়াশি।
আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশ্বখ্যাত ও জাপানের প্রথম রাজা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব টোকিও’-এর ‘গ্র্যাজুয়েট স্কুল অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সহযোগী অধ্যাপক ড. হাইদেয়া ওসিআই এবং এনআইসিটি’র ‘ল্যাবরেটরি ফর নারা রেজিলিয়েন্স’র সহকারী অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসাইন।
‘সাইবার সিকিউরিটি’ সেমিনারটিতে সভাপতি ছিলেন চুয়েট সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক।
অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক আশফাক আসিফ।
অনুষ্ঠানে সিএসই বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা ও জাপানের প্রযুক্তিগত উন্নয়নে আগ্রহীরা অংশগ্রহণ করেছেন।
জাপানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সেমিনারটি আয়োজনে সহায়তা করেছে চুয়েট কম্পিউটার ক্লাব ও চুয়েট ক্যারিয়ার ক্লাব।
ছবি : ১. চুয়েটে নব নিমিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর ও শেখ জামাল এবং রোজি জামাল ডরমেটরি।
২. চুয়েটের জাপানের নামকরা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত ভার্চুয়াল সেমিনার।
লেখা ও ছবি : চুয়েট জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।
ওএফএস।
