শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ বাঙালির দিক নির্দেশনামূলক গ্রন্থ

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ সাম্প্রতিক সময়ে এমন আশাবাদী পথ দেখানো গ্রন্থ আমরা আর দেখিনি। সেইদিক দিয়ে মো. সাহাবুদ্দিন বাঙালির আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার বর্ণাঢ্য জীবন, ব্যাপক অভিজ্ঞতা, কাছ থেকে দেখা রাজনীতি উঠে এসেছে এই গ্রন্থে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যৌবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছেন। এখনো তার ধ্যানজ্ঞান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যার পর কতজন আদর্শচ্যুত, লক্ষ্যচ্যুত হয়েছেন কিন্তু তিনি অবিচল থেকেছেন, হাজারো প্রতিকূলতার মধ্যে। তার চরিত্রের দৃঢ়তা দেখা যায় যখন পদ্মাসেতু নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। তখন তিনি দৃঢ়তা দেখিয়ে প্রমাণ করেছেন কোনো দুর্নীতি হয়নি। যার ফলে পদ্মার বুকে এখন বাংলাদেশের গর্ব পদ্মা সেতু।

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থে তিনি বাংলাদেশের উন্নয়ন যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, আধুনিক কৃষি ব্যবস্থা, রেমিটেন্স, গড় আয়ুবৃদ্ধিসহ অনেক সূচকে আমাদের উন্নয়নের কথা উল্লেখ করেছেন। একই সাথে স্বপ্নের কথা বলতে গিয়ে বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকে অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পাতাল রেল নানা স্বপ্নের কথা বলেছেন। মাত্র এক যুগের ব্যবধানে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা বলেছেন। এসডিজি বাস্তবায়ন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামের কর্ণফুলি টানেল ও ১০০টি অর্থনৈতিক অঞ্চলসহ আগামীর উন্নত বাংলাদেশের বর্ণনা দিয়েছেন একজন দক্ষ অর্থনীতিবিদের মতো। নারীর অধিকার, সুশাসন নিশ্চিতকরণ ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কথা বলেছেন। স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা উল্লেখ করেন মো. সাহাবুদ্দিন তার গ্রন্থে।

দাবায়ে রাখতে পারবানা কলামে প্রবন্ধকার কবি নির্মলেন্দুগুনের কবিতা দিয়ে শুরু করে ৭ মার্চ এর ভাষণের পূর্বাপর উল্লেখ করেছেন। অস্ত্র বিহীন, যুদ্ধজ্ঞান বিহীন একটি সহজ সরল জাতির মনে স্বাধীনতা নামক ক্ষুধা জাগিয়ে তোলার নাম ৭ মার্চ বলে তিনি উল্লেখ করেছেন। এর আগে ৭ মার্চ নিয়ে এত সুন্দর ব্যাখ্যা আর কেউ দেয়নি। জাতির পিতার যোগ্য রাজনৈতিক কর্মী মো. সাহাবুদ্দিন এভাবে ৭ মার্চকে ব্যাখ্যা করে নতুন প্রজন্মের কাছে আলোর দিশারী হয়ে উঠেছেন। আওয়ামী লীগের সাতকাহন প্রবন্ধে আওয়ামী লীগ গঠনের ইতিহাস চমৎকারভাবে উল্লেখ করেছেন। এদেশের সকল উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জন করা সম্ভব হয়েছে। ১৯৬৬ সালের ৮ এপ্রিল পাবনায় বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখার স্মৃতি উল্লেখ করে প্রবন্ধকার বলেছেন— বঙ্গবন্ধু আদর করে ‘তুই’ সম্বোধন করে বেশকিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। শেষে বললেন ‘মাঠে আয়।’ বঙ্গবন্ধুর মাঠে আয় আহ্বানে কী যেন লুকিয়ে ছিল। সেই থেকে রাজনীতির মাঠে নেমে পড়লেন মো. সাহাবুদ্দিন। হয়ে উঠলেন স্লোগানদাতা। এরপর বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়ে উঠলেন। বঙ্গবন্ধু হয়ে উঠেন ধ্যানজ্ঞান, অনুপ্রেরণা, জীবনের অংশ— যা এখনো বহমান রক্তে। লেখক বলেছেন— জীবন চলায় ফুয়েল। যে ফুয়েল আজও আমাকে শক্তি জোগায়। এখানে প্রবন্ধকার ফুয়েল বলতে বঙ্গবন্ধুকে বোঝাতে চেয়েছেন। এ ফুয়েল শক্তি দেয় এ কারণে যে বঙ্গবন্ধুর আদর্শ আজও বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ ধারণ করে।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে পাবনার নগরবাড়িতে ‘মুজিব বাধ’ উদ্বোধন করতে এসে মো. সাহাবুদ্দিনের বক্তব্যে মুগ্ধ হয়ে ডায়াসে বঙ্গবন্ধু তার হাত ধরে ফেললেন। বুকে জড়িয়ে ধরলেন। কপালে চুমু দিয়ে বললেন ‘তুই তো ভালো বলিস।’ বঙ্গবন্ধু তাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে উঠালেন। প্রথমবারের মতো হেলিকপ্টারে ওঠে ঢাকায় গেলেন প্রবন্ধকার। সেদিনই যেন মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধুর দোয়া ও ভালোবাসা পেয়ে হেলিকপ্টার নয় যেন আকাশে উঠেছিলেন। বঙ্গবন্ধুর দোয়া ও ভালোবাসা পেয়ে সেদিন সৃষ্টিকর্তা তার কপালে লিখেছিলেন রাজভাগ্য। যার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর স্নেহধন্য, আদরের চুপ্পু আজ বাংলাদেশের মহামান্য রাষ্টপতি। পাবনা তথা বাংলাদেশের গর্ব, অহংকার। তার মত যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে পেয়ে বাংলাদেশ ধন্য।

বঙ্গবন্ধুকে যেমন দেখেছি প্রবন্ধে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার স্মৃতি উল্লেখ করেছেন প্রবন্ধকার। কীভাবে বাকশালের নেতা হলেন, তা উল্লেখ করেছেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর পাবনায় প্রতিরোধ গড়ে তোলার কথা উঠে এসেছে। এরপর গ্রেপ্তার হন মো. সাহাবুদ্দিন। গ্রেপ্তারের পরে অমানুষিক নির্যাতনের শিকার হন। জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের আর্থিক ও মানসিক বিপর্যস্ত অবস্থা দেখে তিনি দুর্বল হয়ে পড়েন। কষ্টের কথা বলতে গিয়ে বলেছেন, যাদের হাতে জেলখানায় নির্যাতিত হয়েছেন, যারা বঙ্গবন্ধুর নাম বিকৃত করে উচ্চারণ করত— পরে তারা জাতির বড় বড় দায়িত্ব পালন করেছেন।

‘বঙ্গবন্ধু ইাতহাসের অমর মহানায়ক’ প্রবন্ধের একাংশে বলা হয়েছে ১৯৭১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৫২তম জন্মদিনে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার সবচাইতে বড় ও পবিত্র কামনা কী? উত্তরে বলেছিলেন, ‘জনগণের সার্বিক মুক্তি।’ এই এক কথাতেই বঙ্গবন্ধুকে চেনা যায়— তিনি কতটা বাঙালিকে হৃদয়ে ধারণ করেছিলেন। ৫২তম জম্মদিনের এই ঘটনার কথা বইতে উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শ চেতনা কর্ম আমাদের মাঝে তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে পবিত্র দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন।

বঙ্গবন্ধু নয়মাস পাকিস্তানের কারাগারে আটক থাকার পরে যখন মুক্তি পান, তখন ১৯৭২ সালের ৯ জানুয়ারি ইত্তেফাকের সংবাদ শিরোনাম ছিল ‘তোমরা কি সবাই বেঁচে আছো’: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হলেন জাতির পিতা, জীবনের একটি দিনও যিনি দেশের মানুষকে ছাড়া ভাবেননি। এ জন্য ‘বঙ্গবন্ধু-স্বাধীনতা-বাংলাদেশ’ বাঙালির অভিধানে এ তিনটি শব্দই সমার্থক। প্রবন্ধকার উল্লেখ করেছেন বঙ্গবন্ধু মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা, তিনি আছেন সর্বত্র।

‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: তদন্ত কমিশন গঠনে বাধা কোথায়’ প্রবন্ধ থেকে জানা যায় বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজনকে হত্যার ঘটনায় প্রথম অনুসন্ধান কমিশন গঠিত হয় ১৯৮০ সালে যুক্তরাজ্যে। কিন্তু সেই কমিশনকে তৎকালীন সরকার কাজ করতে দেয়নি। একই প্রবন্ধে জানা যায় কীভাবে তৎকালীন সরকার এয়ার ফোর্সের সদস্যদের বিনাদোষে ফাঁসি দিত।

‘বঙ্গবন্ধুর স্বপ্নে আমাদের দিন বদল’ প্রবন্ধে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সংগ্রাম, আদর্শ, দেশ প্রেম প্রবন্ধকার যেন শিল্পীর নিঁখুত হাতের ছোয়ায় সুন্দরভাবে তুলে ধরেছেন। একই সাথে ওঠে এসেছে বাঙালির স্বাধীকার আন্দোলন। বঙ্গবন্ধুর স্বপ্ন আর বাঙালির স্বপ্ন এক হয়ে কীভাবে আন্দোলন সংগ্রাম একত্রে মিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠার ইতিহাস। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলছেন তারই কন্য জননেত্রী শেখ হাসিনা।

১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাহসী সিদ্ধান্ত, আওয়ামী লীগের কাউন্সিল, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার ইতিহাস সুন্দরভাবে ফুটে তুলেছেন প্রবন্ধকার। সেদিন শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ঢাকা মহানগরের চিত্র সুন্দরভাবে উঠে এসেছে। এরই মাধ্যমে প্রমাণিত হয় শেখ হাসিনা কতটা জনপ্রিয় বাঙালির কাছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি ও ১৯৮১ সালের ১৭ মে দুটোই বাঙালির ইতিহাসে অন্যতম দিন। প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয়ের অবস্থান ছিল এক ও অভিন্ন। আর তা হলো ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রায় মাধ্যমে জনগনের ভাগোন্নয়ন।’ বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।

বঙ্গবন্ধু কন্যার হাতেই উন্নয়নের বাংলাদেশ র্শীষক প্রবন্ধে প্রবন্ধকার ১৯৯৬-২০০১ এবং ২০০৯ থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের উন্নয়ন তুলে ধরেছেন। অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান, দেশের উন্নয়ন একজন অভিজ্ঞ অর্থনীতিবিদের মতো করে উল্লেখ করেছেন।

এ কথা ধ্রুবসত্য পদ্মা সেতুর কারণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্বে অনন্য উচ্চতার পৌঁছে গেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা, আমাদের প্রিয় মাতৃভূমি, শেখ হাসিনার বাংলাদেশ। প্রবন্ধকার এর পুরো কৃতিত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। করোনাকালে শেখ হাসিনার যুগোপযোগি ও কার্যকর সিদ্ধান্তের কারণে আমরা কীভাবে রক্ষা পেয়েছি তা জানতে পেরেছি এই প্রবন্ধের মাধ্যমে। একই প্রবন্ধে দেশের বর্তমান স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিশ্ব পর্যায়ের তা ওঠে এসেছে।

২০২৪ সালে শেখ হাসিনা কেন জরুরি, প্রবন্ধটির পাঠ অতি জরুরি আমাদের জন্য। ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনা দেশে না ফিরলে ইতিহাস অন্যরকম হতো। আগামীর বাংলাদেশের উন্নয়ন ও দেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে বাঙালির দরকার। গ্রন্থের শেষের দিকে প্রবন্ধকার যিনি বর্তমানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি নানা রঙের দিনগুলি, বাদশা ভাই চির অম্লান, কাছ থেকে দেখা জননেতা মোহাম্মদ নাসিমের জীবনী তুলে ধরেছেন। যা আমাদের জন্য অবশ্য পাঠ। আমরা নতুন করে অনেক কিছু জানতে পারব। এ ছাড়া কূটনৈতিক শোভনীয়তা ও গণমাধ্যম, বিভীষণ ও কাউয়াদের সামাল দিন, সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় সমান গুরুত্বপূর্ণ আমাদের পাঠের জন্য। একজন নিয়মিত লেখক, পেশাজীবী প্রবন্ধকারের মত নিঁখুত শিল্পীর মত কলমের আঁচড়ে এতো সুন্দর করে সুখপাঠ্য করে তুলেছেন ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থটি। আমরা পেলাম একজন বিশিষ্ট প্রবন্ধকার, লেখককে যে যিনি দেশের সার্বক্ষণিক প্রয়োজনে দিকনির্দেশনা দেবেন। মহামান্য আমাদের আলোর পথ দেখিয়েছেন এই গ্রন্থের মাধ্যমে।

শেষে সাজ্জাদ কাদিরের কীর্তিমানের গল্পকথা, বাংলাদেশ টেলিভিশনে ১২ জুন ২০২২ সালের সাক্ষৎকারে তিনি বলেছেন, আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই— পড়ে মহামান্য রাষ্ট্রপতির অজানা অনেক তথ্য জানতে পারি। নতুন করে মানবিক, রাজনৈতিক, দূত্যিময় এক মহামানবের পূর্ণাঙ্গ জীবন আলেখ্য দেখতে পাই। তার কর্মময় জীবন, বিচিত্র অভিজ্ঞতা, রাজনীতি, সরকারি চাকরি, সরকারি বিভিন্ন সেবা দেওয়ার ইতিহাস জানার পর আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি। বিশেষ করে নতুন প্রজম্মের জন্য বইটি অবশ্য পাঠ্য হওয়া উচিত।

২০২২ সালের ১৯ আগস্ট ড. এম আব্দুল আলীমের সাক্ষাৎকারে পাবনার বিখ্যাত ভূট্রা আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিশদভাবে ফুটে ওঠেছে। পরিশিষ্ট-২ মো. সাহাবুদ্দিন চুপ্পুঃ সংগ্রাম, চিন্তা ও রাজনৈতিক আদর্শ ড. এম আব্দুল আলীমের লেখায় মহামান্যকে নতুন করে তার সংগ্রাম, চিন্তা ও রাজনৈতিক আদর্শকে আমরা জানতে পারি। এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতিহাসের বাঁকে বাঁকে সঞ্জিত অভিজ্ঞতায় যিনি প্রোজ্জল, স্বাধীকার সংগ্রাম থেকে একাত্তরের রণাঙ্গন, বিচারালয় থেকে দুর্নীতি কমিশিন, ছাত্র রাজনীতির মাঠ থেকে কেন্দ্রীয় রাজনীতির প্রাঙ্গণ সর্বত্রই কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা আর দেশে প্রেমের পরাকাষ্ঠায় যিনি অনন্য। সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপসহীন এক মানুষের জীবন আলেখ্য নিয়েই এই গ্রন্থ যার পাতায় পাতায় ইতিহাস, ইতিহাসের মানুষ আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলা অপার সম্ভাবনাময় এক বাংলাদেশের প্রতিচ্ছবি।

বইটি পড়ে আমি অভিভূত। আশাকরি মহামান্য শত ব্যস্ততার মাঝেও এমন বই জাতিকে আরও উপহার দেবেন। তার লেখা জাতিকে যেমন দিক নির্দেশনা দেবে, তেমনি নতুন প্রজম্মকে দেখাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন, দেবে ভবিষ্যতে পথচলার নির্দেশনা। বইটির পাতায় পাতায় একজন আশাবাদী মানুষের দেশ নিয়ে আশাবাদী সব ভাবনা স্থান পেয়েছে। ফলে এর নামকরণ ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ যথাযথ হয়েছে। আমি বইটির বহুল প্রচার কামনা করি।

মো. ফারুক হোসেন চৌধুরী: উপ-পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরএ/

Header Ad

৭৬ বছরের তাপপ্রবাহের রেকর্ড ভাঙল, জানা গেল বৃষ্টির তারিখ

ফাইল ছবি

এপ্রিল মাসের শুরু থেকেই টানা তাপপ্রবাহে পুড়ছে সমগ্রদেশ। দিন যত যাচ্ছে তাপমাত্রার পারদ ততই উপরে উঠছে। এমন টানা তাপপ্রবাহ গত ৭৬ বছরে দেখেনি বাংলাদেশ। যা এপ্রিল মাসের দীর্ঘব্যপ্তিকাল বলছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ১৯৪৮ সাল থেকে দেশের তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে গত ৭৬ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ১৯৪৮ সাল থেকে দেশের তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত চলমান তাপপ্রবাহ একটানা সবথেকে বেশিদিন স্থায়ী রয়েছে। গতবছর এপ্রিল থেকে মে পর্যন্ত ২৩ দিন তাপপ্রবাহ বজায় ছিল যা আগের সব রেকর্ড ভেঙ্গে দেয়।

তিনি জানান, চলতি বছর গতকাল পর্যন্ত ২৩ দিন তাপপ্রবাহ বজায় ছিল। আজ তা রেকর্ড ভেঙ্গেছে এবং আরও কিছুদিন তা বজায় থাকবে। তাছাড়া এবারের তাপমাত্রা বলতে গেলে সারা দেশের উপরেই বিরাজ করছে যা এর আগে দেখা যায়নি।

বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে তিনি বলেন, ২ মে’র পর থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় কালবৈশাখী হতে পারে। টানা ২ থেকে ৩ দিন বা তার বেশিও বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা কমে আসবে।

ফিলিস্তিনি মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি আর বেঁচে নেই

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক মায়ের গর্ভ থেকে জীবিত জন্ম নেওয়া সেই মেয়ে শিশুটি আর বেঁচে নেই। বৃহস্পতিবার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং তাকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

গত রোববার মধ্যরাতের পর দক্ষিণ গাজার রাফাহ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত ফিলিস্তিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেয় শিশু সাবরিন আল-সাকানি।

পরে তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেন চিকিৎসকরা। শিশুটিকে বাঁচিয়ে রাখতে হ্যান্ড পাম্প ব্যবহার করে তার ফুসফুসে বাতাস সরবরাহ করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। তার নাম রাখা হয়েছিল মৃত মায়ের নামেই। মৃত্যুর পর শিশু সাবরিনকে তার মায়ের পাশেই সমাহিত করা হয়েছে।

গত শনিবার রাতে রাফাহ’য় ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহত ১৯ জনের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ছাড়াও মেয়েও ছিল।

মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া শিশুটির দেখভাল করছিলেন চিকিৎসক মোহাম্মদ সালামা। তিনি বলেন, ‘জরুরি সি-সেকশনের বা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া শিশুটির প্রসবের সময় ওজন ছিল ১ দশমিক ৪ কেজি। এই সময় শিশুটির মাতৃগর্ভে থাকার কথা ছিল। কিন্তু শিশুটির সেই অধিকার কেড়ে নেয়া হয়েছে।’ শিশুটির ভূমিষ্ঠের সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের আগেই জন্ম গ্রহণের কারণে গুরুতর শ্বাসকষ্টে ভুগছিল শিশু সাবরিন।

শিশুটির মা, সাবরিন আল-সাকানি ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা দ্রুত সাবরিনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রসবের জন্য জরুরি ভিত্তিতে তার সিজারিয়ান অপারেশন করেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রীময়ী, দুশ্চিন্তায় কাঞ্চন মল্লিক

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিক বিষয়টি অনুভব করতে পারেননি তিনি। পরে পরিস্থিতি গুরুতর হতেই হাসপাতালে ভর্তি করানো হয় এ অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ থেকেই সমস্যা হয়েছে শ্রীময়ীর। তীব্র গরমের মধ্যে গত শনিবার সারাদিন শুটিং করেছেন। দিন শেষে বাড়ি ফেরার পরই দুর্বল হয়ে পড়ে তার শরীর।

এ অভিনেত্রী তার বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন, সারারাত বমি হয়েছে। ওআরএস খেয়েছিলেন। এরপরও পরিস্থিতি একই ছিল। পেটেও যন্ত্রণা হচ্ছিল তার। তবে সবশেষ ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হলো।

এদিকে স্ত্রী শ্রীময়ীর এ অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। গত কয়েকদিন ধরে হাসপাতালে স্ত্রীর পাশেই থাকছেন এ টালি তারকা।

সর্বশেষ সংবাদ

৭৬ বছরের তাপপ্রবাহের রেকর্ড ভাঙল, জানা গেল বৃষ্টির তারিখ
ফিলিস্তিনি মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি আর বেঁচে নেই
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রীময়ী, দুশ্চিন্তায় কাঞ্চন মল্লিক
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি
বিয়ে না দেওয়ায় মাকে জবাই করলো ছেলে
রেকর্ড তাপপ্রবাহের জন্য সরকার দায়ী: রিজভী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি
বিএনপির আরও ৭৫ নেতা বহিষ্কার
প্রেমিকার আত্মহত্যা, শোক সইতে না পেরে প্রেমিকও বেছে নিলেন সে পথ
দুই বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস
অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহমালিয়া
ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র ত্যাগ করবে হামাস
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না: ওবায়দুল কাদের
কয়েক মিনিটের দেরিতে বিসিএসের স্বপ্ন ভঙ্গ ২০ পরীক্ষার্থীর
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা
আগুন নেভাতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, ২ ফায়ারম্যান আহত
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্নসাৎ, গ্রেপ্তার ৩
মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে দেশে ফিরছে দুই প্রবাসীর লাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে