মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ৩০ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিচ্ছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।

আজ (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সৈয়দ জামিল আহমেদের জন্ম ঢাকায় ১৯৫৫ সালের ৭ এপ্রিল। মাত্র ষোল বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সৈয়দ জামিল আহমেদ, ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্নাতক হন প্রথম শ্রেণিতে প্রথম হয়ে। একই বছরে তিনি ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিং-এও প্রথম হন। অতুল মেধার স্বাক্ষর রেখে ১৯৮৯ সালে তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে থিয়েটার আর্টস এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রী।

ড. সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা, তিরিশ বছরের বেশি সময় ধরে এ বিভাগেই শিক্ষকতা করেছেন। ইংরেজিতে প্রকাশিত তাঁর আলোচিত বইয়ের মধ্যে রয়েছে, অচিনপাখি ইনফিনিটি; ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ, ইন প্রেইজ অফ নিরঞ্জন; ইসলাম থিয়েটার, এন্ড বাংলাদেশ, রিডিং এগেইন্সট দ্যা ওরিয়েন্টালিস্ট গ্রেইন; পারফর্মেন্স এন্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুদ্ধিস্ট স্ট্রেইন এবং এপ্লাইড থিয়েট্রিক্স; এসেস ইন রিফিউসাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউপিএল ও এন্ডারসেনের মতো মর্যাদাপূর্ণ প্রকাশকরা প্রকাশ করেছে তাঁর বই। ষাটটিরও বেশি একাডেমিক প্রবন্ধ তাঁর প্রকাশিত হয়েছে মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর। এসব প্রকাশিত হয়েছে বাংলা ইংরেজি ছাড়াও ফরাসী, নরওয়েজিয়ান, রাশিয়ান, চিনা ও কোরিয়ান ভাষায়।

সদা নবজ্ঞানসন্ধানে ব্রতী সৈয়দ জামিল আহমেদ নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার নানা দেশে সেমিনারে বক্তৃতা করেছেন, সেমিনার ও কনফারেন্স পরিচালনা করেছেন। তার নির্দেশিত অনেকগুলো প্রযোজনা রয়েছে, যাদের বিস্তৃতি দেশ ছাড়িয়ে বিদেশেও কুড়িয়েছে সুনাম। ভারত পাকিস্তান এবং আমেরিকায় মঞ্চস্থ হয়েছে তাঁর প্রযোজনা, হয়েছে প্রশংসিত।

নির্দেশক হিসেবে সৈয়দ জামিল আহমেদের স্বাতন্ত্র্য আদতে চিহ্নিত করা যায় ঐতিহ্যবাহী বাংলা নাট্যের ভাষা ও এ অঞ্চলের আদিবাসী চরিত্রাবলীর আদান প্রদানের মধ্য দিয়ে, দৃশ্যরূপগত বহুরৈখিক বর্ণনামূলক প্রক্রিয়ায়, উত্তর নাটকীয় কাঠামোতে। তাঁর বিশটিরও বেশি নির্দেশিত নাটক এই কথাকেই সমর্থন করবে। এর মধ্যে রয়েছে, দেশে ও দেশের বাইরে করা সেলিম আল দীনের চাকা, মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু, পালাগান থেকে করা ‘কমলা রানীর সাগর দিঘী’, মনসা মঙ্গল থেকে ‘বেহুলার ভাসান’, সংযাত্রা থেকে সংভংচং, রবীঠাকুর অবলম্বনে শ্যামার উড়াল, কাশ্মিরী কবি আগা শহীদ খানের কাব্য অবলম্বনে ‘রিজওয়ান’, শহিদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ এবং সবশেষ সারাহ কেইনের ‘ফোর পয়েন্ট ফোর এইট সাইকোসিস’ অবলম্বনে ‘চার দশমিক চার আট, মন্ত্রাস’।

৭০টির বেশি মঞ্চ প্রযোজনার আলোক নির্দেশনা ও ৮০টিরও বেশি নাটকের মঞ্চপরিকল্পনা করেছেন সৈয়দ জামিল আহমেদ। দেশে বিদেশে অসংখ্যা কর্মশালা করিয়েছেন, একাধিক গবেষণার জন্য পেয়েছেন ফেলোশিপ। নিজের বিভাগ ছাড়াও দেশের বড় বড় নাট্যদলগুলোর জন্য প্রযোজনা নির্দেশনা দিয়েছেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা; ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দলটি এরই মধ্যে অনেকগুলো আলোচিত প্রযোজনা মঞ্চে এনেছে।

Header Ad

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার জন্য পাকিস্তানের উপরেই নির্ভর করছিল ভারতের ভাগ্য। কিন্তু নিউজিল্যান্ডের কাছে লো-স্কোরিং এক ম্যাচে হেরে গেল পাকিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমানপ্রীত কৌরের ভারত।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৯ রানে হারে ভারত।

আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫১ রান তোলে অসিরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থামে ভারত। আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন গ্রেস হ্যারিস। ৪২ রানের দুটি ইনিংস খেলেন অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ও এলিস পেরি। তাতে অসিরা পায় লড়াইয়ের পুঁজি। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও দীপ্তি শর্মা।

জবাব দিতে নেমে অসি বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৫৪ রানের ইনিংস ছাড়ার বলার মতো বড় সংগ্রহ করতে পারেনি কেউ। শেষ ছয় ব্যাটারের তিনজন আউট হন শূন্য রানে, বাকি তিনজন মিলে করেন ১১। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান অ্যানাবেল সাদারল্যান্ড ও সোফি মলিনাক্স।

'এ' গ্রুপে চার ম্যাচের সবকটি খেলে ভারতের জয় দুটিতে, পয়েন্ট চার। অন্যদিকে, শীর্ষে থাকা অস্ট্রেলিয়া জিতেছে সব ম্যাচ, পয়েন্ট পূর্ণ আট। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিউজিল্যান্ডের। এই গ্রুপ থেকে ভারতকে বিদায় করে তাই সেমি ফাইনালে উঠেছে অসি ও কিউই নারীরা।

Header Ad

বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালি বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সোহানুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের শাহ আলম মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাতের গুরুত্ব তুলে ধরেন। হাত কে পরিস্কার রাখতে হলে নিয়ম মেনে হাত ধোয়ার বিকল্প নেই বলে জানান তারা।

এর আগে কিভাবে হাত ধোয়ার বিভিন্ন কলা কৌশল সকলের কাছে উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান মাসুম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস সদস্য, স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Header Ad

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান সাংবাদিকদের বলেন, 'মোহাম্মদপুর থানায় হওয়া একটি মামলায় আলমাস কবীরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।'

২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের সিইও ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একজন সহযোগী অধ্যাপক ছিলেন। এ ছাড়াও, তিনি আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

আলমাস কবির জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নর্দার্ন ইউনিভার্সিটিরও অতিথি শিক্ষক ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তার
মিস গ্রান্ড প্রতিযোগিতায় মুকুট জয়ে ভোট চাইলেন জেসিয়া
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে গণহত্যার বিচার
হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ ফিল সিমন্স
সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: করপোরেট ব্যবসায়ীদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের হুঁশিয়ারি
৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পুত্র সন্তানের বাবা হলেন পেসার শরিফুল
ডিমের নতুন দাম নির্ধারণ করলো সরকার, বুধবার থেকে কার্যকর
দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফেরত আনা হবে: আইন উপদেষ্টা
এইচএসসিতে শিক্ষাবোর্ড সেরা রাজশাহী জেলা, দ্বিতীয় বগুড়া
চলতি বছরেই আমার দেশ পত্রিকা চালু করা হবে: মাহমুদুর রহমান
১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী
যে কারণে নায়িকা হতে চান না মাহি
এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেনি কেউ
জুলাই-আগস্ট বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের
আজ বিশ্ব হাত ধোয়া দিবস
এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান