দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ, উপহার দিলেন 'আশীর্বাদ'
দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত
গত ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কন্যাসন্তানের মা হয়েছেন এই তারকা দম্পতি। মা হওয়ার পর এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি দীপিকা। এবার দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে গেলেন শাহরুখ খান।
ভারতীয় গণমাধ্যমের খবর, তাদের এই সুন্দর মুহূর্তটি ছিল আনন্দে ভরা। শাহরুখের মতো একজন ব্যস্ত তারকা দীপিকার পরিবারের নতুন সদস্যের জন্য সময় বের করেছেন, এটা দেখে বেশ উচ্ছ্বসিত সকলে। এখন পর্যন্ত বলিউডের আভিজাত তারকাদের মধ্যে শাহরুখ অন্যতম যিনি সদ্যজাতের সঙ্গে দেখা করতে গেলেন।
তবে হাসপাতালে দীপিকার মেয়েকে দেখতে অবশ্যই খালি হাতে যাননি শাহরুখ। জানিয়েছেন শুভেচ্ছা, পাশাপাশি ‘আশীর্বাদ’ উপহার দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে রিপোর্ট অনুসারে জানা গেছে হাসপাতালে কয়েকদিন থাকার পর দীপিকা ও তার নবজাতককে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। ইতোমধ্যে বাড়িতে ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করা হয়েছে তাদের পরিবার থেকে।
নতুন সদস্যের আগমনের মধ্য দিয়ে রণবীর-দীপিকার জীবনে শুরু হল নতুন অধ্যায়। তাই তো তাদের মধ্যে উত্তেজনা বেশ তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একসঙ্গে তিনজনকে দেখার জন্য এখন থেকে উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা।