বৃহস্পতিবার, ২ মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

‌‘বাল শিবাজি’ নামে শিবাজিকে নিয়ে ঐতিহাসিক ছবি হবে

মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি, পিটিআই : ছত্রপতি শিবাজি মহারাজের গড়ে ওঠার দিনগুলো নিয়ে একটি ছবির কাজ হচ্ছে। নির্মাতারা ঘোষণা করেছেন, ভারতবর্ষের মারাঠিদের সম্রাজ্যের প্রতিষ্ঠাতার জন্মবাষিকীতে শনিবার ১৮ ফেব্রুয়ারি। আমাদের দেশে আজকে তার জন্ম। ১৯ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে জন্মেছেন ১৬৩০ সালে শিবাজি। মারাঠিদের কাছে তিনি পরম পূজনীয়-‘শিভাজি’ গোত্রের ছেলে।

শিবাজি আদিল শাহী সালতানাত নামে বিজাপুরে পতনশীল রাজবংশের কাছ থেকে একটি ছিটমহল দখল করেন। সেখান থেকেই সৃষ্টি হয়েছে মারাঠা রাজ্য। ১৬৭৪ সালে মারা যাওয়ার ছয় বছর আগে তিনি তার মহারাষ্ট্র প্রদেশের রায়ঘাট দুর্গে রাজত্বের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ছত্রপতি’ উপাধি গ্রহণ করেন। ইতিহাস বিখ্যাত এই যোদ্ধা রাজা একই সঙ্গে প্রবল প্রতাপশালী মোঘল রাজবংশকে সহযোগিতা ও বিরুদ্ধাচারণ করে গিয়েছেন। তিনি সেভাবে যুদ্ধে নেমেছেন গোলকোন্ডা সালতানাত (আজকের তেলেঙ্গানা রাজ্য) ও আদিল শাহীদের বিজাপুরের বিপক্ষে এবং ইউরোপীয় ঔপনিবেশিকদের বিপক্ষে। মারাঠাদের জাতিগত আলাদা উত্তাপে তার সেনাবাহিনী দুর্গ ও ভবনগুলো দখল করে নিজেদের শক্তি বাড়িয়েছে। তিনি পাথরের দুর্গও বানিয়েছেন। এমনকি একটি নৌবাহিনীও তিনি গড়ে তুলেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে যোদ্ধা জাতি মারাঠিরা তাদের প্রথম সেনানায়ক ও সবচেয়ে সেরা নেতা-শিবাজিকে এই কারণেও মনে রাখেন, তিনি একটি দক্ষ ও যোগ্য সুশীল সমাজ পরিচালনার নিয়মাবলী গড়ে দিয়েছিলেন, সেভাবে ভালোভাবে পরিচালনা করেছিলেন আগামী দিনেও কার্যকর প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো। সনাতন ভারতীয় রাজনৈতিক রীতি, নীতিগুলোকে তিনি সংস্কার করেছিলেন, বিচারের চিরাচরিত নিয়মও। তিনি মারাঠি এবং সংস্কত ভাষাগুলোর ব্যবহারবিধিকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। মারাঠি ভাষাকে তিনি ‘পাসিয়ান’ ভাষা হিসেবে আদালতে ব্যবহারের স্থানে বসিয়েছিলেন। মৃত্যুর প্রায় ২শ বছর পর এখন অনেক ভারতীয় হিন্দু মনে করছেন, তিনি তাদের নেতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন প্রধান ব্যক্তিত্ব হিসেবে গবেষণায় এসেছেন।

তাকে নিয়ে মুম্বাইতে শুরু হওয়া ছবিটির নাম হবে ‘বাল শিবাজি’। বানানো হবে ‘ইরোস ইন্টারন্যাশনাল’ (এটি ভারতের অন্যতম প্রধান চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান; অর্জুন লুলা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত করেন), আনন্দ পন্ডিত মোশন পিকচাস (এটি তরুণ আনন্দ পন্ডিতের বলিউডের একটি চলচ্চিত্র পরিচালনা ও পরিবেশনা প্রতিষ্ঠান এবং রিয়েল স্টেট ব্যবসা আছে তার। তার স্ত্রী প্রযোজক হবেন), ১৯৬৬ সালে জন্ম নেওয়া ভারতের একজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক রাভি জাদভ-তিনি ২০০৯ সালে ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ন্যাশনাল ফিল্ম ইন মারাঠি’ পুরস্কার লাভ করেন; তার ‘রাভি জাদভ ফিল্মস’ ও যুক্তরাষ্ট্রের ‘লিজেন্ড স্টুডিওজ’ মিলে।

তারা জানিয়েছেন, বড় বাজেটের এই ছবিটি শিবাজিকে তারা বীর, সমর নায়ক ও নেতা হিসেবে তুলে ধরবেন। আরো জানিয়েছেন, শিবাজিকে তারা গড়ে দেওয়ার সময় ১২ থেকে ১৬ বছরের মধ্যে শুরু করবেন, যেটি তার শিবাজি হওয়ার ভিত্তি।

ছবিটি পরিচালনা করবেন রাভি, তার সেই জাতীয় পুরস্কার জয়ী ছবিটির নাম ‘নটরঙ’; এটি মারাঠিদের ‘রজত কামাল অ্যাওয়ার্ড’ও লাভ করেছে। জি গৌরবের অনেকগুলো পুরস্কার জিতেছে। তার আরেকটি ছবি ‘বালগন্ধর্ভ’ বিখ্যাত মারাঠি গায়ক ও অভিনেতা বালগন্ধর্ভের জীবনের ভিত্তিতে বানানো। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়েছে।

পরিচালক জানিয়েছেন, টানা আট বছর তিনি শিবাজির জীবনের সত্যিকারের কাহিনী নিয়ে সেগুলো সিনেমার উপযোগী করতে গবেষণা করেছেন।

কীভাবে শুরু হলো সেই চমকপ্রদ গল্পও বলেছেন, ‘সন্দীপের এই বীরের গল্পটির গুরুত্ব ও মমার্থ বোঝার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছি। ভারতকে শাসন করা সবচেয়ে মহৎ রাজাদের একজনের মহিমাকীর্তন করা হবে সবকিছুর ওপর। অবশ্যই সারা বিশ্বের আগামী দিনের নায়কদের জন্য একটি উদ্দীপনামূলক ছবি হবে এটি।’

লিজেন্ড স্টুডিওজের মালিক কমল সিং বলেছেন, তিনি সবসময়ই একটি ঐতিহাসিক প্রকল্পের মালিক হতে চেয়েছেন। ছবিটি তাকে সঠিক সুযোগ লাভ করিয়ে দিয়েছে। আরো জানিয়েছেন, ‘যখন রাভি আমাকে এই প্রকল্পে থাকতে অনুরোধ করলেন, সেটি আমার জন্য দ্রুত কাজ করলো।’ শেষে বলেছেন, ‘ছত্রপতি শিবাজির মতো দেবতাসদৃশ্য মানুষকে নিয়ে একটি ছবি বানানো একটি সম্মান।’

তিনি পি.এম. নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ও সরবজিৎ সিং-এর মতো ছবিগুওলোর নেপথ্যের মানুষ। সরবজিতকে পাকিস্তান মনজিৎ সিং রাটু নামে অভিহিত করে সন্ত্রাসবাদ ও গোয়েন্দাবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে লাহোর ও ফয়সালাবাদে কয়েকটি বোমা হামলার দায়ে বিচার করেছে। তাদের হামলায় মোট ১৪ জন পথচারী ও আশপাশের মানুষ নিহত হয়েছেন। তবে বোমা হামলার তিন মাস পর ভারত এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তিনি একজন নিরীহ কৃষক, সীমান্তের পাশে বাড়ি, তখন পাকিস্তানে অবস্থান করছিলেন। তাকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হলেও পাকিস্তান সরকার ১৯৯১ সালে স্থগিত করে। তবে কয়েকজন আসামীর হামলায় তিনি আহত হন ও লাহোরের জিন্নাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ২ মে মারা যান।

‘বাল শিবাজি’ ছবিটির কাজ শুরু হবে জুনে।

ওএস।

Header Ad

সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে অস্বস্তিতে দেশের মানুষ। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২ মে) থেকে তাপমাত্রা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এমনকি কয়েকটি বিভাগে বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে। বুধবার (১ মে) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, বৃহস্পতিবার থেকে অনেক জায়গার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা আছে৷ ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। তবে শুক্রবার পর্যন্ত দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আগের মতোই থাকবে।

আব্দুর রহমান খান আরও বলেন, রাজশাহী যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকায় আরও দুই-একদিন পর বৃষ্টি হবে। ৩ থেকে ৪ মে’র পর সারাদেশেই বৃষ্টি হবে। তবে জলীয়বাষ্পের কারণে অস্বস্তি ভাবটা থেকে যাবে। তারপরও সহনশীলতায় চলে আসবে। তবে ৫ থেকে ৬ দিনের বৃষ্টিপাতের পর দেশের তাপমাত্রা আবার বাড়বে বলে জানান এই আবহাওয়াবিদ।

রাজশাহী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, বাগেরহাট ও সাতক্ষীরার ওপর দিয়ে এখন অতি তীব্র তাপপ্রবাহ বইছে। গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর ও খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর দেশের অন্যান্য এলাকার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

মঙ্গলবার দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াসে। আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি।

মিল্টন সমাদ্দারের সব অপকর্ম বিবেচনায় নিচ্ছে ডিবি

ছবি: সংগৃহীত

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার' আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে গতকাল (বুধবার) তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ মে) মিরপুর মডেল থানায় এসব মামলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, মিল্টনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি অভিযোগে মামলা হবে। মামলাগুলো এজাহারভুক্ত হওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকাছাড়া করে। এরপর ঢাকায় চলে আসে সে।

ডিবিপ্রধান বলেন, অভিযোগের বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়া হবে না। একাধিক মামলা হবে।

ডিবিপ্রধান আরও বলেন, মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, শিশুদের ওপর হামলা, আত্মীয়-স্বজন গেলে তাদের মারপিট এবং তার টর্চার সেল, সব কিছুই মামলার মধ্যে আসবে।

হারুন অর রশীদ আরও বলেন, মিল্টন ঢাকায় এসে শাহবাগে ফার্মেসিতে কাজ শুরু করেন। ওষুধ চুরি করে ব্রিক্রির কারণে মিল্টনকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন। বিয়ের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ স্থাপনের জন্য স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন।

এর আগে মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।

সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ

ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় বসবে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন।

দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ, পরের মাসেই বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন হওয়ার কথা রয়েছে।

এ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি। শেষ হয় ৫ মার্চ। ২২টি কার্যদিবসের এই অধিবেশনে দুটি বিল পাস হয়।

আজ বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুল হাই মারা যাওয়ায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা হবে। শোকপ্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে।

এর আগে ১৫ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এক প্রজ্ঞাপনে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মে বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি পায় ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হন।

সর্বশেষ সংবাদ

সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
মিল্টন সমাদ্দারের সব অপকর্ম বিবেচনায় নিচ্ছে ডিবি
সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ
বেঁকে যাওয়া রেললাইনে কচুরিপানা থেরাপি
এবারের আইপিএলে কি আউট হবেন না ধোনি?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
মানুষ আজ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত: মির্জা ফখরুল
মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
নওগাঁয় মাঠে ধান কাটতে গিয়ে গরমে কৃষকের মৃত্যু
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রী
মে দিবসের কর্মসূচিতে এসে গরমে অসুস্থ শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা
ভারতের নির্বাচনি প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ
বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সর্বদা: খাদ্যমন্ত্রী
পুলিশ হেফাজতে সালমান খানের বাড়িতে হামলার অস্ত্রদাতার আত্মহত্যা
দুই মাস পর ইলিশ ধরতে নেমেছেন জেলেরা
গরমে ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন? হতে পারে বড় বিপদ
নিজ এলাকায় জানাজায় গিয়ে মোবাইল হারালেন ধর্মমন্ত্রী
মানুষের মস্তিষ্কের আকার বড় হচ্ছে!
শিশুকে ধর্ষণের পর হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা