ক্যাট-ভিকির বিয়েতে আমন্ত্রিত অতিথি ১২০ জন

ছবি: সংগ্রহ
বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কুশল দিন কয়েকের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁদের বিয়ে ঘিরে চলছে তুমুল চর্চা। রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে হবে জুটির বিয়ে। বিয়ের পাত্র-পাত্রী মুখে কুলুপ আঁটলেও রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার প্রশাসক রাজেন্দ্র কিশন জানান, বিয়েতে আমন্ত্রিত অতিথি থাকবেন ১২০ জন।
টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের নিরাপত্তা ইস্যুতে এক বৈঠক শেষে জেলা প্রশাসক রাজেন্দ্র কিশন জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে মোট ১২০ জন অতিথি আসবেন। তাঁদের সবাইকে কোভিড বিধি মেনে চলতে হবে; করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। তবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা আছেন, এখনও তা গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
