বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

আজম খানের স্বাধীনতা পদকপ্রাপ্তিতে যা বললেন মেয়ে অরণী খান

পপ সম্রাট আজম খান ও তার মেয়ে অরণী খান। ছবি: সংগৃহীত

বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এই পপ সম্রাট। এমন খবরে খুশি তার পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়ে অরণী খান।

আজম খানের স্বাধীনতা পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অরণী খান বলেন, ‘খবরটি শোনার পর আমাদের পরিবারের সবাই অনেক খুশি। শুধু একটাই আফসোস, আব্বা জীবিত অবস্থায় এটা দেখে যেতে পারলেন না। এটাই শুধু কষ্ট। এই সম্মানটা অনেক আগেই তাঁকে দেওয়া উচিত ছিল। কেন এত দিন দেওয়া হয়নি এই আক্ষেপ করব কার কাছে আর করেই বা কী লাভ। দেরিতে হলেও রাষ্ট্র তাকে সম্মান দিচ্ছে, তাতেই আমরা খুশি। আব্বা বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো।’

পপ সম্রাট আজম খান। ছবি: সংগৃহীত

অরণী জানান, পুরস্কার নিয়ে ভাবতেন না তার বাবা আজম খান। মানুষের ভালোবাসাই ছিল তার কাছে বড় পুরস্কার। অরণী বলেন, ‘আব্বা কখনোই কোনো অ্যাওয়ার্ড বা পদক নিয়ে মাথা ঘামাতেন না। তিনি মানুষকে গান দিয়েছেন, বিনিময়ে সবাই তাকে ভালোবাসা দিয়েছেন, এটাই ছিল তার বড় পাওয়া। জিজ্ঞাসা করতাম, আব্বা তুমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাও না কেন, পুরস্কারই বা নেও না কেন? পুরস্কার পেলে তো আমাদের ভালো লাগে।’

আব্বা বলত, ‌‘মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। ক্রেস্ট তো বাসায় এনে সাজিয়ে রাখব। এটা বড় কিছু নয়। মানুষের ভেতরে আমার জন্য যে ভালোবাসা জন্মেছে, সেটাই আমার বড় পদক।’ আব্বাই ঠিক ছিলেন। মানুষ তাকে ভালোবাসে বলেই এত বছর পরেও তাকে সবাই মনে রেখেছে। তিনি মানুষের জন্য গান গেয়েছেন। সেই গানই তাকে বাঁচিয়ে রেখেছে।”

উল্লেখ্য, আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা, একাত্তরে অস্ত্র হাতে গেরিলাযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গানের দল ‘উচ্চারণ’। ১৯৭২ সালে বন্ধুদের নিয়ে ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ড গঠন করেন তিনি। একই বছর বিটিভিতে গান গাওয়ার সুযোগ পান। সেখানে ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি গেয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান। ১৯৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে তিনি সৃষ্টি করলেন কালজয়ী গান ‘রেললাইনের ওই বস্তিতে’। যা এখনো মানুষের মুখে মুখে।

পরবর্তী সময়ে আরও বহু গানে শ্রোতাদের মনে ঝড় তুলেছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘আমি যারে চাই রে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’ ইত্যাদি।

শুধু গান নয়, তিনি অভিনয় ও মডেলিংও করেছেন। ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামনের একটি নাটকে কালা বাউলের চরিত্রে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এ ছাড়া কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও তাকে দেখা গেছে।

সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০১৯ সালে তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক দেওয়া হয়। যদিও এর ৭ বছর আগেই, ২০১১ সালের ৫ জুন তিনি চলে যান না ফেরার দেশে।

Header Ad
Header Ad

অচেতন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার

নাট্য অভিনেতা সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর বৃহস্পতিবার ময়মনসিং’র গফরগাঁওয়ে অবস্থিত মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে উদম গায়ে অচেতন হয়ে পড়ে আছেন। 

মামুন নামে স্থানীয় এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করার পরে বিষয়টি সামাজিক যোগােযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত হতে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, ঘটনা সত্য—অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।

এক ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী সংঘের বর্তমান সাধারন সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু জানান, ‘‘সমু দাকে আমরা পাশ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরীক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই - এ নিয়ে কেউ কিছুই জানাননি।

সমু চৌধুরীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম। তিনি বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

Header Ad
Header Ad

ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

নারী ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মার্চে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৩৩ নম্বরে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২) প্রকাশিত র‍্যাংকিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে পিটার বাটলারের শিষ্যরা।

 

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেয়েরা মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতেই ৫ ধাপ উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে।

নারী র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

 

ছবি: সংগৃহীত

চার ধাপ উন্নতি করে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

 

Header Ad
Header Ad

ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী

গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী । ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিল। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে রাজ্য়ের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। আহমেদাবাদে থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। জানা যাচ্ছে, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন ভিভিআইপি যাত্রীও ছিলেন বলে জানা যাচ্ছে।

বিজয়ের বাড়ির বাইরে তার সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। তাঁর স্ত্রী অঞ্জলিও লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে। স্ত্রীকে আনতেও যাচ্ছিলেন বিজয়।

বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই যাত্রী ছিলেন বিজয় রূপাণী। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।

জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট বার্তা পাঠান। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানি নগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ।

এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথম কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অচেতন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার
ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের
ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত শতাধিক
ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে বিধ্বস্ত হলো বিমান (ভিডিও)
ঈদে দাওয়াতে না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর, শ্বশুরবাড়ির হামলায় আহত মা ও ভগ্নিপতি
শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা
কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব
মৌলভীবাজার সীমান্তে এক মাসে ৩৩৭ জনকে পুশইন, রোহিঙ্গারাও রয়েছে তালিকায়
শিক্ষক নিবন্ধনে বাদ যাচ্ছে প্রিলি, থাকবে শুধু লিখিত-মৌখিক পরীক্ষা
টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক
৩১৭ জনকে চাকরি দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২০০ জনের মৃত্যুর আশঙ্কা
বুবলীর কর্মকাণ্ড একদমই মাথায় নিও না: অপুকে শাকিব!
লন্ডনে আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস
ড. ইউনূস-তারেক রহমান বৈঠক উপলক্ষে লন্ডনে পৌঁছালেন আমীর খসরু
‘‘জাম খাবেন? জেনে নিন স্বাস্থ্য উপকারিতা’’
লালমনিরহাটে ফের ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ