প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’

নাট্যদল প্রাচ্যনাট মঞ্চে আনছে নতুন নাটক। এর নাম ‘আগুনযাত্রা’। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বেইলি রোডের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি উদ্বোধনী মঞ্চায়ন হবে।
ভারতের সমসাময়িক নাট্যকার মহেশ দাত্তানির লেখা (সেভেন স্টেপস এরাউন্ড দ্য ফায়ার) থেকে নাটকটি বাংলা অনুবাদ করেছেন শহীদুল মামুন।
নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। মঞ্চ ও আলো মো. সাইফুল ইসলাম, সংগীত করেছেন রাহুল আনন্দ, কোরিওগ্রাফি স্নাতা শাহরিন, প্রপস তানজি কুন, কস্টিউম আফসান আনোয়ার, ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণ শাহরিয়ার শাওন, রিপন কুমার দাস ধ্রুব।
সোমবার (১২ ডিসেম্বর) নাটকটির কারিগরি প্রদর্শনী হবে বলে নিশ্চিত করেছেন প্রাচ্যনাটের মুখপাত্র প্রসেনজিৎ।
এএম/এমএমএ/
