শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৯৯ শতাংশ সফল ভারতে তৈরি পুরুষের গর্ভনিরোধক: গবেষণা

ছবি: সংগৃহীত

এতদিন শুধু নারীদের ক্ষেত্রেই গর্ভনিরোধকের ব্যবহার দেখা যেত। পুরুষের জন্য উপায় বলতে ছিল শুধু ভ্যাসেকটমি। তবে এক্ষেত্রে বিপ্লব আনছে ভারতীয় প্রতিষ্ঠান আইসিএমআর। পুরুষের জন্য তাদের গর্ভনিরোধক তৈরির কথা আগেই জানা গিয়েছিল। তবে এবার জানা গেল সাফল্যের কথা।

ট্রায়ালে দেখা গেছে, ৯৯ শতাংশ সফল আরআইএসইউজি নামের সেই গর্ভনিরোধক। ইঞ্জেকশনের মাধ্যমেই যা প্রবেশ করবে পুরুষের শরীরে। পরীক্ষায় দেখা গেছে, আরআইএসইউজি ব্যবহার করলে সঙ্গীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা হবে শূন্যের কাছাকাছি। আইসিএমআর’র ট্রায়ালের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যান্ড্রোলজি নামে একটি জার্নালে। সেখানেই ৯৯ শতাংশ সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে।

ভ্যাসেকটমি বা নির্বীজকরণ ছিল মূলত অস্ত্রোপচারের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার বিকল্প হয়ে উঠতে পারে এই আরআইএসইউজি। ৩০৩ জনের ওপর এ ট্রায়াল চালানো হয়। গর্ভবতী হওয়ার প্রবণতা কতটা থাকছে, তা নিরীক্ষণ করেই সাফল্যের বিচার করেছেন বিষেশজ্ঞরা।

গবেষকদের দলের অন্যতম প্রধান আরএস শর্মা জানিয়েছেন, মূলত দুটি বিষয়ের ওপর ভিত্তি করে সাফল্যের কথা বলা হয়। প্রথমত, শুক্রানুর উপস্থিতি কমছে কি না, দ্বিতীয়ত, সঙ্গী গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকছে কি না। দুই ক্ষেত্রেই সাফল্য দেখা গেছে বলে দাবি করেছেন তিনি।

Header Ad

গুলিতে ঝাঁঝরা ছিল আবু সাঈদের বুক, ৬ বার পরিবর্তন করা হয় প্রতিবেদন: চিকিৎসক

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. রাজিবুল ইসলাম বলেছেন, আবু সাঈদের বুক গুলিতে ঝাঁঝরা ছিল। সরকারের মন মতো প্রতিবেদন দিতে ঢাকা থেকেও তাকে হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের অপসারণ ইস্যুতে চলমান বিক্ষোভের সময় ফরেনসিক প্রতিবেদন টেম্পারিংয়ের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. রাজিবুল ইসলাম বলেন, আমাকে ঢাকা থেকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়, তুমি সরকারি চাকরি করে কীভাবে সরকারের বিপক্ষে এই রিপোর্ট দিতে পারো। চূড়ান্ত প্রতিবেদন যখন দিতে যাই, তার আগে ছয়বার প্রতিবেদন পরিবর্তন করানো হয়েছিল। সে সময় রংপুর মেডিকেলের ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমান চার্জে ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা ছিলেন। পুলিশ প্রশাসনের লোকও ছিলেন। তাদের সামনেই আমাকে বাধ্য হয়ে প্রতিবেদনে স্বাক্ষর করতে হয়েছিল।

ডা. রাজিবুল ইসলাম বলেন, ওনারা (ডা. মাহফুজসহ উপস্থিত অন্যরা) চেয়েছিলেন আমি যেন হেড ইনজুরি দিয়ে ইউরেজোনিক শক দেখিয়ে দেই। কিন্তু আমি তাদের চাপের কাছে মাথা নত করিনি। আমার রিপোর্টে উল্লেখ ছিল, দ্য ডেড ওয়াজ ডিউ টু অ্যাভোব মেনশন ইনজুরিস হুইচ ওয়াজ এন্টিমন্টেম অ্যান্ড হোমিসাইডাল।

তিনি বলেন, সবাই ভাবছে হেড ইনজুরির (মাথার আঘাত) কারণে আবু সাঈদ মারা গেছে। হেড ইনজুরি হলে সাধারণত ব্রেনে রক্তক্ষরণ থাকে। স্ক্যামবোল ফ্রাকচার থাকে। সাঈদের ক্ষেত্রে এগুলো কোনটাই ছিল না। আমি প্রচণ্ড চাপে ছিলাম। আমাকে নানাভাবে ভয় দেখানো হয়েছে।

Header Ad

পরীক্ষা ছাড়াই নিয়োগ

এসআইবিএল থেকে ‘এস আলমের নিয়োগ দেওয়া’ ৫৭৯ কর্মকর্তা চাকরিচ্যুত

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির জন্য আলোচনা ও সমালোচনার মুখ্য বিষয়ে উঠে আসে এস আলম গ্রুপের নাম। গ্রুপটির বিরুদ্ধে প্রতিনিয়ত বেরিয়ে আসছে অর্থ কেলেঙ্কারি ও নানা অনিয়মের সব তথ্য। এবার সামনে এসেছে নতুন আরেক তথ্য। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এ বিতর্কিত এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পর্ষদের 'নিয়োগ দেওয়া' ৫৭৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির বোর্ড।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসআইবিএলের মানব সম্পদ বিভাগ থেকে চিঠি দিয়ে এসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এসব কর্মকর্তারা চট্টগ্রাম থেকে নিয়োগপ্রাপ্ত ও পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসআইবিএলের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসআইবিএলে বর্তমানে ৪ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ৫৭৯ কর্মকর্তাকে প্রবেশনারী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা, সার্টিফিকেট যাচাই-বাছাই ছিলনা। সম্প্রতি এক বোর্ডে তাদের নিয়োগ বাতিল করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজ তাদের প্রত্যেককে চিঠি দিয়ে চাকরিচ্যুত করার কথা জানানো হয়েছে।

Header Ad

ডিজেল-কেরোসিনের দাম কমল

ছবি: সংগৃহীত

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা করে কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের নতুন এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা। তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

গুলিতে ঝাঁঝরা ছিল আবু সাঈদের বুক, ৬ বার পরিবর্তন করা হয় প্রতিবেদন: চিকিৎসক
এসআইবিএল থেকে ‘এস আলমের নিয়োগ দেওয়া’ ৫৭৯ কর্মকর্তা চাকরিচ্যুত
ডিজেল-কেরোসিনের দাম কমল
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১
সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার দিল ক্রীড়া মন্ত্রণালয়
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর
সাফজয়ী মেয়েদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা: নুর
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন
৩ বার নয়, বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া যাবে ৪ বার
ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি, দায়িত্ব পেলেন যারা
৩০০ কোটি টাকা নিয়ে নিরুদ্দেশ নওগাঁর ৮ সমবায় সমিতি!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অন্য বিষয়ে নয়, নির্বাচনের দিকে ফোকাস রাখুন: সরকারকে মির্জা ফখরুল
ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু
১৫ বছর পর পদ হারালেন চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ
১৫৯ রানে অলআউট, ফলোঅনে পড়ে ব্যাট করছে বাংলাদেশ
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছেছেন চ্যাম্পিয়নরা, যে পথ দিয়ে যাবে ছাদখোলা বাস
চুয়াডাঙ্গায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু, আটক ১