আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক নদীপথে পানি প্রবাহ রোধের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ভারতের জলসম্পদ এখন থেকে কেবলমাত্র দেশের স্বার্থে ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৬ মে) এক বক্তব্যে মোদি বলেন, “এখন থেকে ভারতের পানি ভারতের স্বার্থে প্রবাহিত হবে। এটি ভারতের স্বার্থে সংরক্ষিত থাকবে এবং দেশের উন্নয়নে ব্যবহৃত হবে।” যদিও পাকিস্তানের নাম তিনি সরাসরি উল্লেখ করেননি, তবে তার বক্তব্যটি এমন সময় এসেছে, যখন ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে।
গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ভারত অভিযোগ তোলে, পাকিস্তান এ ধরনের সন্ত্রাসবাদে মদত দিচ্ছে—যা ইসলামাবাদ সরাসরি অস্বীকার করেছে। ওই ঘটনার জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তান এ দাবি নাকচ করে জানিয়েছে, এতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
প্রসঙ্গত, ভারত থেকে প্রবাহিত কয়েকটি বড় নদী পাকিস্তানের কৃষিজমিতে পানি সরবরাহ করে। এসব নদীর ওপর নির্ভর করে পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ চাষাবাদ। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে নদীর পানি বণ্টনের ঐতিহাসিক চুক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এ বিষয়ে পাকিস্তানের নেতারা সতর্ক করে জানিয়েছেন, ভারত যদি পানিপ্রবাহ বন্ধ করার মতো উদ্যোগ নেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচিত হবে।
