গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬

ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি প্রবল বৃষ্টিপাতে অন্তত ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। গত দুই দিনের টানা বর্ষণে রাজ্যটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার প্রভাবে বহু গাছ উপড়ে গেছে এবং কৃষিজমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, পাকিস্তান ও ভারতের রাজস্থান রাজ্যের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণে গুজরাটে এই অকাল বৃষ্টি দেখা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।
গুজরাট রাজ্য সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছে।
গুজরাটের কৃষি বিভাগের সচিব আঞ্জু শর্মা বলেন, “আমরা এখনো ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন পাইনি। তবে সব জেলা প্রশাসন ক্ষতির হিসাব করে আজকের মধ্যে প্রতিবেদন পাঠাবে।”
উল্লেখ্য, গত এপ্রিলেও ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী নেপালে প্রাক-মৌসুমি ঝড়বৃষ্টিতে প্রাণ হারান ১০০ জনের বেশি মানুষ।
