মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি প্রবল বৃষ্টিপাতে অন্তত ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। গত দুই দিনের টানা বর্ষণে রাজ্যটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার প্রভাবে বহু গাছ উপড়ে গেছে এবং কৃষিজমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, পাকিস্তান ও ভারতের রাজস্থান রাজ্যের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণে গুজরাটে এই অকাল বৃষ্টি দেখা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

গুজরাট রাজ্য সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছে।

গুজরাটের কৃষি বিভাগের সচিব আঞ্জু শর্মা বলেন, “আমরা এখনো ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন পাইনি। তবে সব জেলা প্রশাসন ক্ষতির হিসাব করে আজকের মধ্যে প্রতিবেদন পাঠাবে।”

উল্লেখ্য, গত এপ্রিলেও ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী নেপালে প্রাক-মৌসুমি ঝড়বৃষ্টিতে প্রাণ হারান ১০০ জনের বেশি মানুষ।

Header Ad
Header Ad

গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাব-ইন্সপেক্টর (এসআই) রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে চুরি হয়েছে নগদ ১০ হাজার টাকা। এ ঘটনায় তাকে চাঁদপুর জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার উত্তরের একটি ভাড়া বাসায় একা থাকতেন এসআই রাকিব। সোমবার (৫ মে) দুপুরে তিনি থানায় গেলে, দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিকেলে ৪টার দিকে বাসায় ফিরে তিনি দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ দেখতে পান।

এসআই রাকিব জানান, ব্রিফকেসে রাখা তার সরকারি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি, সঙ্গে নগদ টাকা চুরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, মুকুল চাকমা, পিবিআই ও সিআইডি কর্মকর্তাসহ একাধিক চৌকশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার পর এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। থানার পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

ওসি শাহ্ আলম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে চুরি যাওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

Header Ad
Header Ad

মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতা বারুতে একটি অভিযানে ১১৪ জন বাংলাদেশিসহ মোট ১১৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ধরা পড়া আরেকজন হলেন একজন ভারতীয় নাগরিক।

সোমবার (৫ মে) দুপুর ২টা থেকে কোতা বারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকায় এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৮ থেকে ৫৫ বছর বয়সী বিদেশিদের আটক করা হয়।

কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ায় বৈধ পাস বা পারমিট ছাড়াই অবস্থানসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারায় মামলা হচ্ছে।

আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

নিহত রাব্বি। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে আরও দুই বন্ধু। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী রাব্বি, ইফাদ ও জাহিদ মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তারা আহত হন।

এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন এবং আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে কাজীপাড়া এলাকায় একজনের মৃত্যু হয় এবং অপর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪
পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো
মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা (ভিডিও)
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬
দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ আটক, জুতার মালা পরানোর চেষ্টা
গাজায় গণহত্যা চললে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন: হামাস