পাকিস্তানের গোলায় ভারতে নিহত ১৫, আহত ৪৩: ভারতীয় সেনাবাহিনী

ছবি: সংগৃহীত
ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ছোড়া কামানের গোলায় এখন পর্যন্ত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত থেকে শুরু হওয়া এই গোলাবর্ষণের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, যা বুধবার তাদের লাইভ আপডেটে প্রকাশ করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর বরাতে জানানো হয়, পাকিস্তান জম্মু-কাশ্মিরের পুঞ্চ ও তাংধর এলাকায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে গোলাবর্ষণ চালায়।
এই ঘটনার আগে ভারত বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, এতে ৭০ জন পাকিস্তানি নিহত হন, যদিও পাকিস্তান বলছে প্রাণহানি ২৬ জন।
উল্টো প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় এলাকায় গোলা ছুড়েছে, পাশাপাশি তারা দাবি করছে, ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। এতে ভারত-শাসিত কাশ্মিরেও ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানায়।
এই পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) জরুরি বৈঠকে বসে। বৈঠকে সশস্ত্র বাহিনীকে যথাযথ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ তুলে ধরে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা জানায় পাকিস্তান।
দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে—এই সংঘাত যেন আরও বড় আকার না নেয়।
