সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা

ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি ও গোপনীয় বৈঠকে বসেছেন। সোমবার (১২ মে) বিকেলে এনডিটিভির খবরে জানানো হয়, এই উচ্চপর্যায়ের বৈঠকটি মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নিজেই। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান—জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (ভারতীয় সেনা), অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি (নৌবাহিনী) এবং এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (বিমান বাহিনী)।
এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর প্রধান রবি সিনহাও অংশ নিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর জের ধরেই সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে সামরিক সংঘাতে রূপ দেয়। এই উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির দুই দিনের মাথায় মোদির নেতৃত্বে এই বৈঠক হওয়ায় তা বিশেষ গুরুত্ব পেয়েছে।
সূত্রমতে, বৈঠকে সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠকে ভারতের পক্ষ থেকে জবাবি ব্যবস্থা কিংবা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
একই দিন ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরা উত্তেজনা প্রশমন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলাদাভাবে বৈঠক করার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে মোদির বৈঠককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মোড় নেওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
