পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি চুক্তি করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ এপ্রিল) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি, পুতিন শান্তি চান।”
তিনি এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রোমে পোপের শেষকৃত্যে অনুষ্ঠিত এক নাটকীয় বৈঠকের পর।
তবে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “পুতিন গত কয়েকদিন ধরে বেসামরিক এলাকা ও শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, যার কোনও যুক্তি নেই। আমি মনে করি হয়তো তিনি এখনো যুদ্ধ থামাতে চান না। শুধু আমার সঙ্গেই যোগাযোগ রাখছেন।”
এদিন সাক্ষাৎকারে ট্রাম্প আরও ইঙ্গিত দেন, পুতিন ইউক্রেনের পুরো নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, “কিন্তু আমার কারণে তিনি তা করতে পারবেন না।”
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু এই প্রতিশ্রুতি এখনো বাস্তবে ফলপ্রসূ হয়নি বলে সমালোচকরা মনে করছেন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, “যদি উভয় পক্ষ (রাশিয়া ও ইউক্রেন) শক্তিশালী শান্তি প্রস্তাব না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”
সূত্র: এএফপি
