রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি: সংগৃহীত

‘নারী সংস্কার কমিশন রিপোর্ট ২০২৫’-এর ছয়টি অধ্যায়কে ইসলামি শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে।

রিটে রিপোর্টের বিতর্কিত সুপারিশ বাস্তবায়ন থেকে বিরত থাকতে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী। রিটটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য আগামীকাল সোমবার তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।

আইনজীবী বলেন, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’-এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, এ বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’- এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

প্রথমত, রিপোর্টের অধ্যায় ১১-তে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরাসরি কোরআনের সুরা নিসা (৪:১১)-এর পরিপন্থি।

দ্বিতীয়ত, রিপোর্টে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, যা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ণ করে।

তৃতীয়ত, ‘My Body, My Choice’ স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরীয়তের ওপর ভিত্তি না রেখে নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে।

চতুর্থত, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।

পঞ্চমত, রিপোর্টে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা শরীয়তবিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যান বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

Header Ad
Header Ad

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নতুন ব্যবস্থায় ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে।

রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে দুই দেশ।

দূতাবাস জানায়, নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদনকারীরা পূর্বের মতো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে।

চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া মাত্রই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এ ছাড়াও ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করেই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানের ব্যবস্থাও থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব রোগীর ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে অপেক্ষা না করিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হওয়া যাঁদের পক্ষে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের সুবিধা রাখা হয়েছে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে দূতাবাস ও ভিসা সেন্টার। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে।

 

Header Ad
Header Ad

রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

রাখাইন রাজ্যে মানবিক করিডর চালুর বিষয়ে এখনো কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান।

আজ রবিবার রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

খলিলুর রহমান বলেন, “মানবিক করিডর চালুর একটি প্রস্তাবনা রয়েছে এবং এটি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়নি কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়নি।”

তিনি আরও জানান, “জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত এই করিডরের মাধ্যমে কেবল খাদ্য ও ত্রাণ সরবরাহ করা হবে, কোনোভাবেই অস্ত্রের সংযোগ থাকবে না। এই উদ্যোগ রাখাইনের ভেতরে নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করার একটি চেষ্টামাত্র।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, "রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যেই হোক না কেন, তাদের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা আমাদের প্রয়োজন।"

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের প্রতিবেশী হিসেবে আরাকান আর্মি রয়েছে। সেক্ষেত্রে ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি এড়ানো যায়।”

এই বক্তব্যের মাধ্যমে রাখাইন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সেমিনারে উপস্থিত বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা যথাযথভাবে নিশ্চিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম অদক্ষ হয়ে সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে—এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৪ মে) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা যদি পরিপূর্ণ না হয়, তবে অদক্ষ লোক তৈরি হবে। তারা সমাজে বোঝা হয়ে দাঁড়াবে। প্রাথমিক শিক্ষা উন্নত করতে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। অন্যথায় আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।”

সভায় উপদেষ্টা আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় শিশুদের শেখার অগ্রগতির দিকে নজর দিতে হবে। যদি কোনো বিদ্যালয়ের শিক্ষার মান খারাপ হয়, তবে সেই স্কুলের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. বিধান রঞ্জন বলেন, “প্রাথমিকে কী শেখানো হবে, তা নির্ধারিত কারিকুলামের ভিত্তিতে চলে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান—সবাইকে এটি অনুসরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন ও তদারকির জন্য নীতিমালা রয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন।”

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর ইউএনও জামশেদ আলম রানা, রায়পুর ইউএনও ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা বিধান রঞ্জন রায় ‘কাকলী শিশু অঙ্গন’ পরিদর্শন করেন এবং সেখানে ‘শিশু কানন’ উদ্বোধন করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
“নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকারের কেউ কেউ” প্রেসক্লাবে রিজভীর অভিযোগ
কুরবানি ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন? সাবধান, হতে পারে সম্পর্কের অজানা সংকেত!
কত তাড়াতাড়ি নির্বাচন হবে, তা জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু
ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে কিছু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু
ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়
নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিতর্কের মুখে সরানো হলো হাসিনার সেই কুশপুতুল
মেসি-সুয়ারেজের গোল, বড় জয় পেল মায়ামি
এলপি গ্যাসের নতুন দামের সিদ্ধান্ত আজ
সকালে কাঠবাদাম খাওয়ার যত উপকারিতা
একদিন পেছাল খালেদা জিয়ার দেশে ফেরা
ইসরাইলের অবরোধ, গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু
শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী